National news

গায়েব দু’হাজার কোটি, কফি ব্যারনের মৃত্যুর পর সামনে এল নয়া তথ্য

সিসিডি-র অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় দু’হাজার কোটি টাকা! সিসিডি-র অন্তর্বর্তী তদন্তেই উঠে এসেছে এই তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ১৮:১৩
Share:

ভিজি সিদ্ধার্থ। -ফাইল চিত্র।

‘কাফে কফি ডে’ (সিসিডি)-র কর্ণধার ভিজি সিদ্ধার্থের মৃতদেহ উদ্ধারের প্রায় আট মাস পর নতুন তথ্য উঠে এল তদন্তে। সিসিডি-র অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় দু’হাজার কোটি টাকা! সিসিডি-র অন্তর্বর্তী তদন্তেই উঠে এসেছে এই তথ্য।

Advertisement

সিসিডি-র এক আধিকারিক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, এই রিপোর্টটা আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আরও কাজ চলছে। একশোরও বেশি পাতার ওই রিপোর্ট তাই এখনই প্রকাশ করা যাচ্ছে না। এমনকী প্রকাশের আগে রিপোর্টের বয়ানে প্রয়োজনে কিছু বদলও আসতে পারে। তিনি আরও জানান, “এই মুহূর্তে ব্যবসাটা ভাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়াই কর্তৃপক্ষের মূল লক্ষ্য। কারণ এর সঙ্গে ৩০ হাজার কর্মীর ভবিষ্যত্ও জড়িয়ে রয়েছে। কী ভাবে ওই টাকা উধাও হয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

গত বছরের জুলাইয়ে কর্নাটকে নেত্রাবতী নদীর তীর থেকে উদ্ধার হয় ‘কাফে কফি ডে’ (সিসিডি)-র কর্ণধার ভিজি সিদ্ধার্থের দেহ। কোম্পানির কর্মীদের উদ্দেশে লিখে যাওয়া চিঠিতে আয়কর দফতরের হেনস্থার অভিযোগ তুলেছিলেন সিদ্ধার্থ। তার মাসখানেক পরই সিসিডি-র তরফে ভারতীয় ফেডেরাল এনফোর্সমেন্ট এজেন্সির প্রাক্তন অফিসার অশোককুমার মলহোত্রকে এর তদন্তের ভার দেওয়া হয়। তাঁকে তদন্তে সাহায্য করছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

Advertisement

আরও পড়ুন: শেয়ার বাজারে ফের রক্তক্ষরণ, ২৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন