India Pakistan Tension

শ্রীনগর বিমানবন্দরের কাছে পাক ড্রোন! অন্ধকার নামতেই উরি ও পুঞ্চে গোলাবর্ষণ, সাইরেনের শব্দ, ব্ল্যাকআউট হরিয়ানাতেও

উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ২০:৫৮
Share:

জম্মুতে ব্ল্যাকআউট। ছবি: পিটিআই।

সন্ধ্যা হতেই আবার গোলাবর্ষণ শুরু করল পাকিস্তান। আবার ‘ব্ল্যাকআউট’ হল জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। শুক্রবার সন্ধ্যায় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইতিমধ্যে উরি, কাপওয়াড়া এবং পুঞ্চে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ‘ব্ল্যাকআউট’। রাতে শ্রীনগর বিমানবন্দরে পাক ড্রোন দেখা যায় বলে সেনার একটি সূত্রে একই খবর। রাজস্থান, পঞ্চাবেও পাকিস্তানি ড্রোন চিহ্নিত করেছে সেনা। অন্য দিকে, দেশের ২৪টি বিমানবন্দর আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র।

Advertisement

শুক্রবার সন্ধ্যাতেই বিদেশসচিব বিক্রম মিস্রী জানিয়েছেন বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাক সেনা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনাঘাঁটি থেকে বসতি। যার প্রেক্ষিতে ‘উপযুক্ত জবাব’ দিয়েছে ভারতীয় সেনা। তবে সন্ধ্যা হতেই আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা স্বয়ং জানাচ্ছেন, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘এখন জম্মুতে ব্ল্যাকআউট। শহর জুড়ে সাইরেনে শব্দ শোনা যাচ্ছে।’’ সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর। সমাজমাধ্যমে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী লেখেন,‘‘সকলের কাছে আমার একান্ত অনুরোধ, রাস্তায় বেরোবেন না। আপাতত আগামী কয়েক ঘণ্টার জন্য বাড়ি অথবা কাছাকাছি নিরাপদ কোনও জায়গায় থাকুন। আর কোনও রকম গুজবে কান দেবেন না। আমরা সকলে একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’’

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে। একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। আপাতত ওই এলাকাগুলির রাস্তাঘাট সুনসান হয়ে গিয়েছে।

Advertisement

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, শ্রীনগরেও লাগাতার সাইরেন শোনা যাচ্ছে। একই সঙ্গে ভারী শব্দ ভেসে আসছে সীমান্ত এলাকা থেকে। জম্মু, সাম্বা, পঠানকোট থেকে পঞ্জাবের ফিরোজ়াবাদের আকাশে ড্রোন দেখা গিয়েছে রাতে। ওই অঞ্চলগুলিতে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়েরা।

হরিয়ানার অম্বলাতেও পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। চণ্ডীগড়ে দোকান, রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি হয়, এমন কিছু দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, এই নির্দেশ শুক্রবার রাত পর্যন্ত জারি থাকবে। পরে পরিস্থিতি দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement