আবার পোস্টার বিতর্কে জেএনইউ

শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সম্মান পাওয়ার পরের দিনই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আবার পোস্টার নিয়ে বিতর্ক। বৃহস্পতিবারই ক্যাম্পাসের দেওয়ালে ‘কাশ্মীরের জন্য স্বাধীনতা’ লেখা পোস্টার পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০৩:০৭
Share:

শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের সম্মান পাওয়ার পরের দিনই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আবার পোস্টার নিয়ে বিতর্ক। বৃহস্পতিবারই ক্যাম্পাসের দেওয়ালে ‘কাশ্মীরের জন্য স্বাধীনতা’ লেখা পোস্টার পড়েছিল। যা নিয়ে আজ নতুন করে দেশদ্রোহের স্লোগান তুলে মাঠে নেমেছে এবিভিপি। এবিভিপি ছাত্র নেতা সাকেত বহুগুণা আজ বলেন, ‘‘আমাদের অভিযোগ যে মিথ্যা নয় তা ওই পোস্টার থেকেই প্রমাণিত।’’ এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ করার সিদ্ধান্তও নিয়েছে এবিভিপি।

Advertisement

গত কালের ওই পোস্টারের নীচে নাম ছিল ডিএসইউ-এর। দেশদ্রোহী স্লোগান দেওয়ার মামলায় অভিযুক্ত উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যও ডিএসইউ-এরই সদস্য। তাই বিষয়টি থেকে যাতে অহেতুক উত্তেজনা না ছড়ায় তার জন্য আজ সকালেই ওই পোস্টার সরিয়ে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২১ ফেব্রুয়ারি রামজস কলেজে ঝামেলার সূত্রপাত হয়েছিল একটি বিতর্কসভাকে ঘিরে। যা মারপিট পর্যন্ত গড়ায়। ঘটনা থেকে শিক্ষা নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্রী ভেঙ্কটেশ্বর কলেজে গোটা মার্চ মাস জুড়ে যে সব সভা হওয়ার কথা ছিল তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। রামজসের ঘটনাকে দেখে এর আগে একটি বিতর্কসভা বাতিল করে অম্বেডকর বিশ্ববিদ্যালয়ও। পথ নাটিকা উৎসব বাতিল করে এসজিটিবি খালসা কলেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement