অধ্যক্ষের বিরুদ্ধে ধর্না

কলেজে কোনও সমস্যা হলেই বাড়ি চলে যান অধ্যক্ষ মতিউর রহমান— এমনই অভিযোগে আজ অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসল করিমগঞ্জ কলেজের পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০৩:২৮
Share:

কলেজে কোনও সমস্যা হলেই বাড়ি চলে যান অধ্যক্ষ মতিউর রহমান— এমনই অভিযোগে আজ অধ্যক্ষের অফিসের সামনে ধর্নায় বসল করিমগঞ্জ কলেজের পড়ুয়ারা।

Advertisement

ওই কলেজে কয়েক দিন ধরে মাঝেমধ্যেই মারপিটের ঘটনা ঘটছে। অভিযোগ, গত কাল কলেজের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদককে মারধর করা হয়। এ বিষয়ে অধ্যক্ষের কাছে নালিশ জানাতে গেলেও তাঁকে নিজের অফিসে পাওয়া যায়নি। পড়ুয়াদের একাংশের অভিযোগ, কলেজ চত্বরে কোনও ঝামেলা হলেই অধ্যক্ষ বাড়ি চলে যান। গত কালের ঘটনার জেরে ছাত্র সংসদের সদস্যরা এ দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু এ দিনও তিনি কলেজে আসেননি। এতেই ক্ষুব্ধ হয়ে উঠে কলেজের একাংশ ছাত্র। তারা ধর্নায় বসেন। এ নিয়ে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement