স্বর্ণশিল্পীদের বিক্ষোভ

একেবারে শহরের মধ্যে বন্দুক দেখিয়ে সোনার দোকানে লুঠপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ পথে নামেন হাইলাকান্দির সোনার দোকানের মালিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২৪
Share:

একেবারে শহরের মধ্যে বন্দুক দেখিয়ে সোনার দোকানে লুঠপাটের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ পথে নামেন হাইলাকান্দির সোনার দোকানের মালিকরা। গত শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ হাইলাকান্দি শহরের শিববাড়ি রোডের স্বর্ণশোভা জুয়েলারি নামে একটি সোনার দোকানে তিন বন্দুকধারী লুঠপাট চালায়। অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি। হাইলাকান্দি জেলা স্বর্ণশিল্পী সমিতির সভাপতি বিধুভূষণ পাল এবং সম্পাদক ফণীভূষণ দেবনাথের নেতৃত্বে সোনার দোকানের মালিকরা এদিন জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে স্মারকলিপি তুলে দেন। তাঁরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও করেছেন। বিধুভূষণ পাল বলেন, ‘‘আমরা মোটেই নিরাপদ নই। যে কোনও সময় শহরের যে কোনও দোকান দুষ্কৃতী-হামলার শিকার হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement