শ্রমিকদের বিক্ষোভ

রেগা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের খণ্ড উন্নয়ন কার্যালয় ঘেরাও করল শ্রমিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০৪:০৪
Share:

রেগা শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের খণ্ড উন্নয়ন কার্যালয় ঘেরাও করল শ্রমিকরা।

Advertisement

আজ শ্রমিকরা মিছিল বের করে তাঁদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানান। তাঁরা জানান, ১০০ দিন কাজের নিশ্চয়তা দেখিয়ে তাঁদের নিয়োগ করা হলেও ঠিকমতো মজুরি দেওয়া হয়নি। গ্রামাঞ্চলে ইন্দিরা আবাস যোজনার টাকা নয়ছয় করা হয়েছে। একই ব্যক্তি একাধিক বার ইন্দিরা আবাস যোজনার টাকা পেয়েছেন— এমনও নজির রয়েছে। শ্রমিকদের অভিযোগ খণ্ড উন্নয়ন আধিকারিক খতিয়ে দেখবেন বলে প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলন প্রত্যাহার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement