শিক্ষকদের আন্দোলন

দীর্ঘদিনের দাবি আদায়ে গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীও শিক্ষা বিভাগের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামছে। অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কার্যনির্বাহক কমিটির বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বুধবার হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি বাসুদেব নাথ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর এ কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৮
Share:

দীর্ঘদিনের দাবি আদায়ে গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীও শিক্ষা বিভাগের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে নামছে। অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর কার্যনির্বাহক কমিটির বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। বুধবার হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি বাসুদেব নাথ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর এ কথা জানান। তাঁরা বলেন, রাজ্য সরকারের ঘোষণা করা ‘টাইম স্কেল’ কার্যকর না করা, বিদ্যালয়ের বৃত্তি পাওয়া পড়ুয়াদের গত ৩ বছরের টাকা ১০ নভেম্বরের মধ্যে দেওয়া-সহ অন্য দাবির সমর্থনে শিক্ষক সম্মিলনী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। শিক্ষাদানের বাইরে বিদ্যালয়ের কোন কাজে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। ১৭ নভেম্বর থেকে আন্দোলন শুরু হবে। প্রথম পর্যায়ে জেলার প্রতিটি শিক্ষাখণ্ডে ২ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। এরপর ২৫ ডিসেম্বর পর্যন্ত তাঁদের যাবতীয় দাবিপূরণ না হলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ অসহযোগ আন্দোলন শুরু করবে রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন