Narendra Modi-Vladimir Putin Meeting

কমান্ডো, স্নাইপার, ড্রোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা! পুতিনের পাঁচস্তরীয় নিরাপত্তাবলয়ে আর কী কী রাখছে ভারত?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সে জন্য আগেভাগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

ভ্লাদিমির পুতিন। — ফাইল চিত্র।

দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে পুতিনের নিরাপত্তায় কোনও ছিদ্র রাখতে চাইছে না ভারত। রাশিয়ার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের পাশাপাশি রুশ প্রেসিডেন্টের প্রহরায় থাকছেন ভারতের এনএসজির শীর্ষ কমান্ডোরাও। সঙ্গে থাকছে স্নাইপার, ড্রোন, জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সে জন্য আগেভাগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে পাঁচস্তরীয় নিরাপত্তাবলয় প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়া থেকে জনাপঞ্চাশ শীর্ষ নিরাপত্তাকর্মী আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন। পুতিনের কনভয় যে সব পথ ধরে যাওয়ার কথা, সেগুলিতে দিল্লি পুলিশ এবং এনএসজি-র কর্তাদের সঙ্গে একবার টহল দিয়ে ফেলেছেন তাঁরা।

এ ছাড়াও, পুতিনের নিরাপত্তার জন্য বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কনভয়ের উপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। গোটা পথ জুড়ে বেশ কয়েক জন স্নাইপারকে মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও থাকছে জ্যামার, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মনিটরিং এবং ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মোদীর সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করতে পারেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার দুপুরে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে পুতিনের। তার পর হায়দরাবাদ হাউসে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement