National news

মাঝ আকাশে বিমানসেবিকার যৌন হেনস্থা, অভিযুক্ত পাইলট

কিন্তু বিমানসেবিকার দাবি যদি সত্যি হয়, তবে পাইলটের বিরুদ্ধে অভিযোগ কিন্তু গুরুতর। তাঁর দাবি, ৪ মে অমদাবাদ-মুম্বই এয়ার এন্ডিয়ার বিমানের মধ্যেই পাইলট তাঁকে যৌন নির্যাতন করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১২:৫৬
Share:

এয়ার ইন্ডিয়া। ফাইল চিত্র।

মাঝ আকাশে বিমানের মধ্যেই বিমানসেবিকার যৌন হেনস্থা, তাঁর সঙ্গে হাতাহাতি। যার জেরে শেষ পর্যন্ত পুলিশের খাতায় উঠল এয়ার ইন্ডিয়ার এক পাইলটের নাম।

Advertisement

বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন। এয়ার ইন্ডিয়ার দাবি, যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই কোনও রকম মন্তব্য করতে তারা রাজি নয়।

কিন্তু বিমানসেবিকার দাবি যদি সত্যি হয়, তবে পাইলটের বিরুদ্ধে অভিযোগ কিন্তু গুরুতর। তাঁর দাবি, ৪ মে অমদাবাদ-মুম্বই এয়ার এন্ডিয়ার বিমানের মধ্যেই পাইলট তাঁকে যৌন নির্যাতন করেছেন। তিনি বাধা দিলে দু’জনের মধ্যে হাতাহাতি বেধে যায়।

Advertisement

এ অভিযোগ নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যথেষ্টই বিব্রত। জানা গিয়েছে, নির্যাতিতা বিমানসেবিকার তরফ থেকে মুম্বইয়ের সাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement