রকমারি মোমেই সাজুক ঘর, লাগুক উৎসবের ছোঁয়া। ছবি: এআই সহায়তায় প্রণীত।
দুর্গাপুজোয় যেমন মাতেন বঙ্গবাসী, বড়দিন থেকে বর্ষবরণেও উৎসবেও কমতি থাকে না। শীতের পরশে সকলেই যেন বেশি করে উষ্ণতা খোঁজেন। রং, উৎসব, খাদ্য, পানীয়ের পাশাপাশি অন্দরসজ্জায় থাকুক সেই ছোঁয়া। সান্তা ক্লজ়, ক্রিসমাস ট্রি তো আছেই— ঘর সাজুক মোমের ছোঁয়ায়। শুধু নরম আলো নয়, বাহারি মোমবাতিও উৎসবের অন্দরসজ্জায় বাড়তি মাত্রা যোগ করতে পারে।
ক্রিসমাস ট্রি মোমবাতি
ক্রিসমাস ট্রি মোমবাতি। ছবি:এআই সহায়তায় প্রণীত।
ক্রিসমাস ট্রির আদলেই মোমবাতি পাওয়া যায়। ছোট, বড়, সবুজ, লাল, সাদা, সোনালি, দু’রঙা বিভিন্ন রকম মোমবাতি পাওয়া যায়। একটি শৌখিন ট্রে-তে এমন দু’টি মোমবাতি জ্বালিয়ে রেখে বৈঠকখানার সোফার পাশের টেবিলটিতে রাখুন। পার্টির জন্য সাজানো স্থানের কোনও সাইড বা সেন্টার টেবিলেও রাখতে পারেন। খাওয়ার টেবিলে রাখলেও শোভা বাড়বে।
উপহারের আদলে মোমবাতি
উপহার বাক্সের আদলে তৈরি মোম। ছবি: সংগৃহীত।
ক্রিসমাসের দিন সান্তা ক্লজ ঝুলিতে উপহার আনেন শিশুদের জন্য, তেমনটাই বিশ্বাস। আর তাই ক্রিসমাসে বা শীতের দিনে ঘর সাজাতে ব্যবহার করতে পারেন উপহারের আদলে তৈরি মোমবাতি। তাতে আবার ‘মেরি ক্রিসমাস’ লেখা থাকতে পারে। এগুলিও বাজারে মিলছে। একটি কাঠের ট্রেতে সান্তা, ক্রিসমাস ট্রি, বল দিয়ে সাজিয়ে তার পাশে এমন মোম জ্বালিয়ে দিন।
সান্তা ক্লজ় মোমবাতি
সান্তা ক্লজ়ের আদলেও মোমবাতি কিনতে পারেন। ছবি:সংগৃহীত।
ছোট, বড়, রকমারি সান্তা ক্লজ়ের ধাঁচেও মোমবাতি পাওয়া যায় । কোনওটি কাচের জারে বসানো। কোনওটি আবার মগের আদলে তৈরি। ছোট ছোট সান্তা মোমবাতি দিয়ে ক্রিসমাসের ঘর সাজানো যায়। পার্টিতেও তা সকলের নজর কাড়তে পারে।
পিলার মোমবাতি
পিলার মোম দিয়েও সাজানো যায় ঘর। ছবি: এআই সহায়তায় প্রণীত।
পিলারের মতো চওড়া গোল মোমবাতি দিয়েও ঘর সাজানো যায়। ‘মেরি ক্রিসমাস’ বা ‘হ্যাপি নিউ ইয়ার’ লেখা রংবেরঙের পিলার মোমবাতি পাওয়া যায়। আবার সাদা পিলার মোমবাতিতে পাইনের গাছের ছাল বা বেরির নকশা করাও থাকে। কোনওটিতে থাকে ক্রিসমাস ট্রির ছবিও। এমন নানা রঙের, নানা রকম মোমবাতি ঘর সাজানোর জন্য আদর্শ। টেবিলে ছোট থেকে বড় দু'টি বা তিনটি পিলার মোমবাতি সাজাতে পারেন। সুগন্ধী যুক্ত মোম ঘর সুবাসিত করবে।
জার মোমবাতি
জার মোমবাতি ঝুলিয়ে ও ঘর সাজাতে হবে। ছবি: সংগৃহীত।
ক্রিসমাসের মোটিফ দিয়ে তৈরি কৌটোয় সুগন্ধী মোমবাতি বিক্রি হয়। আবার কাচের জারেও মোম পাওয়া যায়। কাচের জারে পিলার ক্যান্ডেল বসিয়েও বিক্রি হয়। এমন বিভিন্ন ধরনের মোমই ক্রিসমাস থেকে বর্ষবিদায়, বর্ষবরণের উৎসব উদ্যাপনে ঘর সাজানোর জন্য আদর্শ। একটি কারুকাজ করা মাটির সরায় বা দড়ির সাহায্যে ট্রে ঝুলিয়ে তার উপর মোমবাতিগুলি সাজালেও বেশ লাগবে।