Mysterious death

খাবার আনতে বলে ঘরের দরজা বন্ধ করে দেন! কয়েক ঘণ্টা পরে দেহ উদ্ধার এয়ার ইন্ডিয়া কর্মীর

ভাড়াবাড়ির কর্মীরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত প্রফুল্ল সুস্থ ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর ঘরে কোনও সুইসাইড নোটও মেলেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২৩:০৯
Share:

গুরুগ্রামে এয়ার ইন্ডিয়া কর্মীর দেহ উদ্ধার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুরুগ্রামের ভাড়াবাড়ি থেকে এয়ার ইন্ডিয়ার এক কর্মীর দেহ উদ্ধার হল। তিনি আদতে মুম্বইয়ের বাসিন্দা। এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন (ফ্লাইট সেফটি অডিটর)। পুলিশ জানিয়েছে, গত কয়েক দিন ধরে গুরুগ্রামের ওই বাড়িতে ভাড়া থাকছিলেন প্রফুল্ল সাওয়ান্ত নামে ওই ব্যক্তি।

Advertisement

যে বাড়িতে পেয়িং গেস্ট থাকতেন প্রফুল্ল, সেখানকার কর্মীরা পুলিশকে জানিয়েছেন, সোমবার সকালবেলা প্রাতরাশ সেরে নিজের ঘরে ফেরেন প্রফুল্ল। এর পরে দুপুরের খাবার আনিয়ে দেওয়ার জন্য অ্যাপের মাধ্যমে কেয়ারটেকারকে টাকা দেন। এর পরে ওই কর্মী তাঁকে ফোন করলে তিনি তা ধরেননি। কিছু ক্ষণ পরে ওই কর্মী তাঁর ঘরে গিয়ে দরজায় ধাক্কা দেন। কোনও সাড়া না পেয়ে তিনি থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে প্রফুল্লের দেহ উদ্ধার করে।

ভাড়াবাড়ির কর্মীরা জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত প্রফুল্ল সুস্থ ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর ঘরে কোনও সুইসাইড নোটও মেলেনি। ওই বাড়িতে বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তারা। পিজির অন্য আবাসিক এবং কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement