Air India

ফের এয়ার ইন্ডিয়া! ওড়ার ১৮ মিনিট পরে জয়পুরে ফিরে এল মুম্বইগামী বিমান, কারণ নিয়ে ধোঁয়াশা

অহমদাবাদ দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানে বিপত্তি দেখা যায়। পর পর এই ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৫:৫৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি! জয়পুর বিমানবন্দর থেকে ওড়ার ১৮ মিনিট পরে আবার জয়পুরে ফিরে এল মুম্বইগামী এক বিমান। কেন বিমানটিকে ফেরানো হল, সেই কারণ এখনও স্পষ্ট নয়।

Advertisement

বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু কিছু ক্ষণ পরেই বিমানটি আবার ফিরে আসে মূল বিমানবন্দরে। ওয়েবসাইটে দেখা যায়, সংশ্লিষ্ট ওই বিমানের পাশে জয়পুরে ‘ডাইভার্টেড’ বলে লেখা রয়েছে।

মাঝ-আকাশে কেন ওই বিমানটি ‘ইউটার্ন’ নিয়ে জয়পুরে ফিরল, তার কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিমান সংস্থার তরফে শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিমানবন্দর সূত্রে খবর, ওই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই কারণে পাইলট বিমানটি জয়পুরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

Advertisement

অহমদাবাদ দুর্ঘটনার পরে এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানে বিপত্তি দেখা যায়। সোমবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানের যাত্রা বাতিল হয়েছে। সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ২৪০৩ বিমানের। বিকেল সাড়ে ৫টা নাগাদ দিল্লির বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন ওই বিমানের পাইলটেরা। রানওয়েতে ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটছিল বিমান। রানওয়ে ছেড়ে ওড়ার ঠিক কয়েক মুহূর্ত আগে আচমকা ব্রেক কষেন পাইলট। অন্য দিকে, মঙ্গলবার এআই৩১৫ উড়ানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছু ক্ষণ পরেই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন লেগে যায়। তার পরেই সেটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগত ভাবে সেই ব্যবস্থাই করা রয়েছে বিমানে। যখন তাতে আগুন লাগে, তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন। পর পর বিমানে বিপত্তির ঘটনায় প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement