অজিত ডোভাল। —ফাইল চিত্র।
চিনের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের তরফে সন্ত্রাস পাচার করা নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মনে করা হচ্ছে, ডোভালের এই বার্তা পরোক্ষে বেজিংয়ের উপরে দিল্লির চাপ বাড়ানোর উদ্যোগ। চিন যেন তার ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানকে ভারত-বিরোধী সন্ত্রাসে মদত করার আগে বাড়তি সময় নেয়, এটা নিশ্চিত করাই আপাতত সাউথ ব্লকের লক্ষ্য।
এসসিও গোষ্ঠীর ২০তম নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের আলোচনায় যোগ দিতে ডোভাল বেজিংয়ে গিয়েছেন এমন একটা সময়ে, যখন ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী পর্যায়ে পাকিস্তানের প্রতি চিনের পক্ষপাত স্পষ্ট। ভারতের সীমান্তের গ্রামগুলিতে আঘাত করতে চিনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। সাউথ ব্লকের কথায়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সামগ্রিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন। গত রাতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই–র সঙ্গে ডোভালের এইবৈঠকে চিনও পাল্টা জানিয়েছে, বেজিং এবং নয়াদিল্লি যেন একে অন্যের বিপদের কারণ না হয়ে ওঠে, এটা নিশ্চিত করতে হবে। সূত্রের খবর, ডোভালকে ওয়াং বলেছেন— দু’দেশেরই প্রয়োজন ভাল প্রতিবেশীর মতো থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে, উভয়েরই উপকার হয় এমন ভবিষ্যতের পথ তৈরি করা। দুই প্রাচীন সভ্যতার যে ঐতিহাসিক প্রজ্ঞা রয়েছে, তাকে তুলে ধরা। স্পর্শকাতর বিষয়গুলিকে ঠিক মতো মোকাবিলা করা এবং সর্বোপরি সীমান্ত এলাকায় শান্তি ও সংহতি বজায় রাখা। ওয়াং-এর কথায়, “যখন ড্রাগন আর হাতি একসঙ্গে নাচতে পারবে, তখনই উভয়ের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে