National News

চিনে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল

২৭ এবং ২৮ জুলাই ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন অজিত ডোভাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৭ ১৭:৩১
Share:

ইয়াং জিয়েচি-র সঙ্গে অজিত ডোভাল। চলতি মাসের শেষেই চিনে এই ছবির পুনরাবৃত্তি হবে। জানাল বিদেশ মন্ত্রক। —ফাইল চিত্র।

সীমান্তে তুমুল টানাপড়েনের মধ্যেই চিন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এ বার ব্রিকস দেশগুলির শিখর সম্মেলন হবে চিনে। তার আগে ব্রিকস দেশগুলির (ব্রাজিল-রাশিয়া-ইন্ডিয়া-চায়না-সাউথ আফ্রিকা) জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা নিজেদের মধ্যে বৈঠক করবেন। সেই বৈঠকে যোগ দিতেই অজিত ডোভাল চলতি মাসের শেষ সপ্তাহে চিন যাচ্ছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার জানিয়েছে।

Advertisement

২৭ এবং ২৮ জুলাই ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠক হবে। এ বারের ব্রিকস সম্মেলনের আয়োজক যে হেতু চিন, সে হেতু ডোভালদের বৈঠকেও পৌরোহিত্য করবেন চিনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচি।

আরও পড়ুন: নিজেকে রক্ষা করার ক্ষমতা ভারতের রয়েছে: চিনের বিরুদ্ধে মুখ খুললেন সুষমা

Advertisement

ডোকলামে ভারতীয় এবং চিনা সেনার মুখোমুখি অবস্থানের জেরে যে ভাবে উত্তেজনা বাড়ছে দুই প্রতিবেশীর মধ্যে, তাতে কূটনৈতিক সম্পর্কও তলানিতে। এ বারের ব্রিকস সম্মেলনে তার ছায়া পড়তে পারে বলেও কোনও কোনও মহলের আশঙ্কা। তবে সে সব জল্পনা নস্যাৎ করে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে আজ জানালেন, অজিত ডোভাল নির্ধারিত সূচি অনুযায়ীই চিনে যাবেন এবং ব্রিকস-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দেবেন। বাগলের কথায়, ‘‘কূটনৈতিক পথ এবং কূটনৈতিক যোগাযোগ কখনওই বন্ধ হয়নি, সে সব কখনওই ভাঙেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement