akhilesh yadav

Akhilesh Yadav: এসপি নেতাদের ফোনালাপ শোনেন যোগী: অখিলেশ

বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৭:৫২
Share:

ফাইল ছবি

সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদবের ঘনিষ্ঠ কয়েক জনের বাড়িতে সম্প্রতি তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। যা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে এসপি। আজ সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুললেন অখিলেশ। অখিলেশের অভিযোগ, তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। আড়ি পাতা হচ্ছে সমাজবাদী পার্টির অন্য নেতাদের ফোনেও। প্রতি সন্ধ্যায় এসপি নেতাদের ফোনালাপ শুনছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি প্রচার শুরু করে দিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর মধ্যেই ফোনে আড়ি পাতার অভিযোগ তুলে গো বলয়ের সবচেয়ে বড় রাজ্যে চাঞ্চল্য তৈরি করেছেন অখিলেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশে এবং যোগীকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, ‘‘ইউপি প্লাস যোগী, বহুত হ্যায় উপযোগী।’’ আজ প্রধানমন্ত্রীর ‘উপযোগী’কে কটাক্ষ করে অখিলেশ বলেছেন, ‘অনুপযোগী’। এসপি প্রধানের কটাক্ষ, ‘‘প্রতি সন্ধ্যায় অনুপযোগী মু্খ্যমন্ত্রী আমাদের ফোনালাপ শোনেন। আমাদের ফোনে নিয়মিত আড়ি পাতা হচ্ছে।’’ কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি অখিলেশ। তাঁর অভিযোগ, কংগ্রেসের মতোই কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের দমন করছে বিজেপি।

ঘনিষ্ঠদের বাড়িতে অফিসে আয়কর হানা সম্পর্কে অখিলেশ বলেন, ‘‘এখন আয়কর বিভাগ এসেছে, এর পরে এনফোর্সমেন্ট আসবে, সিবিআই আসবে...। কিন্তু সাইকেলকে থামানো যাবে না।’’

Advertisement

এসপি প্রধানের দাবি, উত্তরপ্রদেশে যোগী সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষ যোগী সরকার নয়, যোগ্য সরকার চায়। এত অনুপযোগী সরকার রাজ্যে কখনও আসেনি।’’

উত্তরপ্রদেশের ভোটে মেরুকরণকেই প্রধান অস্ত্র করছে বিজেপি। প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে পদ্মশিবির। আজ থেকে উত্তরপ্রদেশের ছ’টি অঞ্চলে ‘জনবিশ্বাস যাত্রা’র সূচনাকরেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন