Akhilesh Yadav

হাথরস নিয়ে এ বার মাঠে নামল এসপি

হাথরসকে কাজে লাগানোর দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এসপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৪:৩০
Share:

পরিবারের হাতে না দিয়ে এ ভাবেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল দেহ।— ফাইল চিত্র

হাথরসের ঘটনায় সিবিআইয়ের দেওয়া চার্জশিট নিয়ে এ বার মাঠে নামল অখিলেশ সিংহ যাদবের সমাজবাদী পার্টি। বাইশে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে গা গরম করছে। আর সেখানে হাথরসকে কাজে লাগানোর দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এসপি।

Advertisement

সেপ্টেম্বরে হাথরসে দলিত কিশোরীকে নির্যাতন করে তাকে খুন করা হয়। সে সময় দেশে ছিলেন না অখিলেশ। ফিরে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা শুরু করেন।

সিবিআই দু’দিন আগে যোগীর পুলিশের অবস্থানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে আজ একটি টুইট করে অখিলেশ তোপ দেগেছেন যোগী সরকারের বিরুদ্ধে। তাঁর কথায়, ‘হাথরসে যে ভাবে বিজেপি সরকার ঊলঙ্গ হয়ে গেল, তার থেকে স্পষ্ট উত্তরপ্রদেশে বিভিন্ন সাজানো মামলাগুলির প্রকৃত তথ্য এ বার সামনে আসতে শুরু করবে।’ অখিলেশের মতে, ‘বিচারব্যবস্থা এবং গণতন্ত্রের উপর আমাদের আস্থা রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে আজম খানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজিয়েছে সরকার, তা টিকবে না। ন্যায়বিচার পাবেন আজম খান।’ প্রসঙ্গত, জাল বার্থ সার্টিফিকেট দাখিল করার অভিযোগে রামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আজম খান এখন সীতাপুর জেলে বন্দি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন