দলকে বার্তা অখিলেশের

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর রাজ্যে বিরোধী মহাজোট ভেস্তে গিয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী এসপি-কেই পরাজয়ের জন্য দূষেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০১:২০
Share:

ফের ধস এসপি-তে। —ফাইল চিত্র।

দু’সপ্তাহ ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে সদ্য দেশে ফিরেছেন এসপি নেতা অখিলেশ সিংহ যাদব। ফিরেই উত্তরপ্রদেশে আসন্ন ১২টি কেন্দ্রে উপনির্বাচনের জন্য দলকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অখিলেশের বক্তব্য, ‘‘বিজেপি-র ঔদ্ধত্য এবং সর্বগ্রাসী রাজনৈতিক দর্শনকে ভাঙতে আমাদের সামনে জয় ছাড়া রাস্তা নেই। ১২টি আসনেই জিততে হবে। নিজেদের মতভেদ ভুলে যান।’’ প্রধানমন্ত্রীর বহু বিজ্ঞাপিত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি প্রসঙ্গে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এটা সাধারণ মানুষের চোখে ধোঁকা দেওয়ার প্রয়াসমাত্র।’’

Advertisement

লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর রাজ্যে বিরোধী মহাজোট ভেস্তে গিয়েছে। বিএসপি নেত্রী মায়াবতী এসপি-কেই পরাজয়ের জন্য দূষেছেন। এমতাবস্থায় কিছুটা দিশেহারা অখিলেশের দল। অসুস্থ মুলায়ম কোনওমতে সংসদে আসছেন ঠিকই, কিন্তু তাঁর হাল ধরার প্রশ্নই উঠছে না। এসপি-র এক সূত্রের বক্তব্য, ‘‘এটা মানতেই হবে যে ভোটে পরাজয়ের পর আমাদের কর্মীরা ঝিমিয়ে পড়েছে। বিজেপি উত্তরপ্রদেশে মেগা মেম্বারশিপ প্রকল্প চালু করেছে। মায়াবতীও সভা করছেন দলকে চাঙ্গা করার জন্য।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন