National news

চিকিৎসা-যন্ত্রে নজর রাখতে চাই নথিভুক্তি

কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগীর চিকিৎসায় ব্যবহৃত সব ধরনের যন্ত্রসামগ্রী নথিভুক্ত করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

নিজেদের ওষুধপত্র বিক্রির জন্য কোনও সংস্থাই কোনও ভাবে চিকিৎসকদের উৎকোচ দিতে পারবে না বলে আগেই সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এ বার চিকিৎসায় ব্যবহৃত সব ধরনের সাজসরঞ্জামকে নজরদারির আওতায় আনতে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

Advertisement

এ দিনের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোগীর চিকিৎসায় ব্যবহৃত সব ধরনের যন্ত্রসামগ্রী নথিভুক্ত করতে হবে। এই কাজে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র যে-অনলাইন পোর্টাল রয়েছে, সেখানে নির্দিষ্ট নিয়ম মেনে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতির বিবরণ দিতে হবে প্রস্তুতকারক সব সংস্থাকেই। এর ফলে সারা দেশে চিকিৎসার কাজে কোথায় কোমন ধরনের যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ব্যবহৃত হয়, তা এক জায়গায় নথিভুক্ত হয়ে থাকবে।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, ‘অল ইন্ডিয়া ড্রাগ অ্যাকশন নেটওয়ার্ক’ বা এআইডিএএন। কিন্তু নির্দেশের অন্যথা হলে চিকিৎসার সরঞ্জামের উপরে নিয়ন্ত্রণের বিষয়টি যে-ভাবে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে, তার কঠোর সমালোচনা করেছেন এআইডিএএনের আহ্বায়ক মালিনী আইসোলা। বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এ’ এবং ‘বি’ ক্যাটেগরির অন্তর্গত যন্ত্রপাতি-সরঞ্জামের ক্ষেত্রে আড়াই বছর এবং ‘সি’ ও ‘ডি’ ক্যাটেগরির যন্ত্রগুলির ক্ষেত্রে সাড়ে তিন বছর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ওই সময়ের পরে বিজ্ঞপ্তি মেনে নিয়ন্ত্রণের নিয়মাবলি কার্যকর হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন