National News

আলিগড়ে দোষী পুলিশকে চিহ্নিত করার নির্দেশ

হাইকোর্টে পেশ করা আর্জিতে আবেদনকারী মহম্মদ আমন খান জানান, গত বছর ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন আলিগড়ের পড়ুয়ারা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৮
Share:

ইলাহাবাদ হাইকোর্ট। ছবি: সংগৃহীত।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) মোটরবাইক ভাঙচুর ও পড়ুয়াদের অকারণে মারধরের ঘটনায় যুক্ত পুলিশকর্মী ও আধাসেনাদের খুঁজে বার করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিল ইলাহাবাদ হাইকোর্ট। সেইসঙ্গে ছয় পড়ুয়াকে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুরের বেঞ্চ। হাইকোর্টে পেশ করা আর্জিতে আবেদনকারী মহম্মদ আমন খান জানান, গত বছর ১৩ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন আলিগড়ের পড়ুয়ারা। কিন্তু ১৫ ডিসেম্বর বিনা কারণে তাঁদের উপরে লাঠি, কাঁদানে গ্যাস, রবার বুলেট, ছররা চালায় পুলিশ ও আধাসেনা। হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করে জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল। হাইকোর্টকে দেওয়া রিপোর্টে কমিশন ঘটনায় দায়ী পুলিশ ও আধাসেনাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার সুপারিশ করে। ছ’জন গুরুতর আহত পড়ুয়াকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশও করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন