Dalit Man Beaten

পরিপাটি করে দাঁড়ি-গোঁফ রাখায় দলিত যুবককে মারধর গুজরাতে! এলাকা থেকে বেপাত্তা অভিযুক্তেরা

ঘটনার তদন্তে ইতিমধ্যে পুলিশের একটি দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে বলেও আশ্বস্ত করেছেন সহকারী পুলিশ সুপার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৭:০৪
Share:

গুজরাতে দলিত যুবককে মারধরের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরিপাটি করে দাঁড়ি-গোঁফ রাখার জন্য এক দলিত যুবককে মারধরের অভিযোগ উঠল গুজরাতে। ২৭ বছর বয়সি ওই যুবকের শ্বশুরও আক্রান্ত হন বলে অভিযোগ। ঘটনায় মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ১১ অগস্ট। তবে মঙ্গলবার আক্রান্ত দলিত যুবকের পরিবার থানায় অভিযোগ জানানোর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, গত ১১ অগস্ট বাইকে চেপে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন সাগর মাকওয়ানা। কিন্তু মাঝপথে তাঁর বাইক খারাপ হয়ে যায়। বাইক ঠেলতে ঠেলতেই শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন সাগর। অভিযোগ, ওই সময় তাঁর পরিপাটি করা দাঁড়ি-গোঁফ দেখে দু’জন তাঁর পথ আটকান এবং বচসা শুরু করেন। তাঁর জাত নিয়েও কুকথা প্রয়োগ করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, উচ্চবর্ণের লোকেদের মতো দাঁড়ি-গোঁফ রাখা যাবে না।

এই নিয়ে বাগ্‌বিতণ্ডার মাঝে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতি পর্যন্ত গড়ায় ঘটনা। অভিযোগ, সেই সময় রাস্তায় ফেলে মারধর করা হয় ওই দলিত যুবককে। তিনি কোনওক্রমে সেখান থেকে পালিয়ে শ্বশুর জীবন কার্সেনের বাড়িতে পৌঁছান। শ্বশুরবাড়িতে পৌঁছে সাগর জানতে পারেন, যাঁরা তাঁকে মারধর করেছেন তাঁরাও ওই একই গ্রামের বাসিন্দা। শ্বশুর তাঁকে আশ্বস্ত করেন, ওই যুবকদের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি মিটিয়ে দেবেন। সেই মতো সাগর এবং তাঁর শ্বশুর ওই হামলাকারীদে সঙ্গে কথা বলতে যান। তখন অভিযুক্ত দু’জনের সঙ্গে তাঁর সঙ্গীরাও ছিলেন। মোট পাঁচ জন মিলে আবার তাঁদের মারধরে করেন বলে অভিযোগ। তত ক্ষণে এলাকায় ভিড় জমে গেলে অভিযুক্তেরা এলাকা থেকে পালিয়ে যান।

Advertisement

স্থানীয় বাসিন্দারাই আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর যায় প্রহৃতদের বাড়িতেও। সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সহকারী পুলিশ সুপার রোহিত কুমার জানান, অভিযুক্তেরা একই গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্তে ইতিমধ্যে পুলিশের একটি দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দ্রুত তাঁদের গ্রেফতার করা হবে বলেও আশ্বস্ত করেছেন সহকারী পুলিশ সুপার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement