দুর্নীতির অভিযোগ, বাতিল পুরনো দু’লক্ষ জব কার্ড

জব কার্ড বিতরণ নিয়ে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠায়, কংগ্রেস আমলে আমজনতাকে দেওয়া জব কার্ডগুলি ফের যাচাই করছে বর্তমান সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে বিলি করা জব কার্ডগুলির মধ্যে প্রায় দু’লক্ষ কার্ডই বৈধ নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০২:১০
Share:

জব কার্ড বিতরণ নিয়ে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠায়, কংগ্রেস আমলে আমজনতাকে দেওয়া জব কার্ডগুলি ফের যাচাই করছে বর্তমান সরকার। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগে বিলি করা জব কার্ডগুলির মধ্যে প্রায় দু’লক্ষ কার্ডই বৈধ নয়।

Advertisement

সেই কারণে প্রায় লাখ দুয়েক জব কার্ড বাতিল করে দিয়েছে বিজেপি জোট সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নবকুমার দোলে এই তথ্য দিয়ে জানান, মহাত্মা গাঁধী এনরেগা প্রকল্প বা এমজিএনরেগার আওতায় বিলি হওয়া এক লক্ষ ৯৮ হাজার জব কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাকিগুলি পরীক্ষার কাজ চলছে।

বাতিল হওয়া কার্ডগুলিতে বিভিন্ন ধরণের গরমিল ধরা পড়েছিল বলে মন্ত্রী জানিয়েছেন। তার মধ্যে অনেক কার্ড প্রাপক বহু দিন আগেই মারা গিয়েছেন। অন্যের কার্ড ব্যবহার করে অন্য ব্যক্তি টাকা তুলেছে এমন ঘটনাও ঘটেছে। অনেক কার্ডের হাতবদল হয়েছে।

Advertisement

মন্ত্রীর হিসেবে, মহাত্মা গাঁধী এনরেগা প্রকল্প বা এমজিএনরেগার আওতায় বিলি হওয়া ৬৮ শতাংশ জব কার্ড এখনও পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১২ সালে, সিএজির প্রতিবেদনেও রাজ্যে জব কার্ড বিলির ক্ষেত্রে বিস্তর গরমিলের তথ্য উল্লেখ করা হয়েছিল। সেখানে ভুয়ো জব কার্ড ও অতিরিক্ত কার্ড বিলি করার মাধ্যমে টাকা তোলার কথাও বলা হয়।

দোলে জানান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর একটি ‘সোশ্যাল অডিট ইউনিট’ তৈরি করছে। এনরেগা ও অন্য উন্নয়ন প্রকল্পের কাজকর্মের সামাজিক সমীক্ষা করাই এই ইউনিটের কাজ। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে সমীক্ষক। মন্ত্রীর হিসেবে, বর্তমান অর্থ বর্ষে ১১ লক্ষ ৭০ হাজার মানুষকে এনরেগা প্রকল্পে কাজ দেওয়া হয়েছে। জব কার্ড পেয়েছেন ৪৩ লক্ষ ৮৯ হাজার মানুষ। ২০১৬-১৭ অর্থ বর্ষে এই খাতে রাজ্য ১২৬৭ কোটি ১৬ লক্ষ টাকা খরচ করেছে। যা আগের অর্থ বর্ষ অপেক্ষা ৬৩৮ কোটি ৬৮ লক্ষ টাকা বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন