‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করার অভিযোগে মামলা রুজু হল এক মুম্বইয়ের এক মহিলার বিরুদ্ধে। মুম্বইয়ের মালওয়ানি থানা এলাকায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, ওই অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। সংবাদমাধ্যম ‘টাইম্স অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত মহিলাকে নোটিস পাঠানো হয়েছে এবং সতর্কও করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগেই ৪০ বছর বয়সি ওই মহিলা ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। গত শনিবার ওই পোস্টটি অভিযোগকারীর নজরে আসে। শনিবারই তিনি মালওয়ানি থানায় অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় সাধারণ মানুষের ক্ষতি করার উদ্দশে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পদক্ষেপ করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের আওতাতেও মামলা করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই মহিলার বিরুদ্ধে এর আগে কোনও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ নেই।
পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের কিছু জঙ্গিঘাটিতে হামলা চালায় ভারত। ভারতের সামরিক বাহিনীর ওই অভিযানের নাম দেওয়া হল ‘অপারেশন সিঁদুর’। ভারত জানিয়েছে নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিকে চিহ্নিত করেই হামলা চালানো হয়েছে। সরকারি সংবাদমাধ্যম ডিডি নিউজ়-এর সমাজমাধ্যম পাতায় অপারেশন সিঁদুর চলাকালীন নিহত পাঁচ জঙ্গির নামপরিচয় প্রকাশ্যে আনা হয়েছে। তাতে লশকর-এ-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের কথাও উল্লেখ করা হয়।