Suicide Attempt

ধর্ষণের তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! ঝাড়খণ্ডে থানা চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নার্সের

অভিযোগকারী মহিলা হাজারিবাগের এক হাসপাতালের নার্স। ওই হাসপাতালেরই চতুর্থ বর্ষের এক মেডিক্যাল পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, অভিযোগের পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪৬
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ধর্ষণের অভিযোগের পরেও পুলিশ ‘নিষ্ক্রিয়’! এই অভিযোগ তুলে এ বার থানা চত্বরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন এক নার্স। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। মহিলা থানা চত্বরে আত্মহত্যার চেষ্টার পরে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, অভিযোগকারী নার্স বর্তমানে বিপন্মুক্ত। তাঁর শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

অভিযোগকারী মহিলা হাজারিবাগের এক হাসপাতালের নার্স। ওই হাসপাতালেরই চতুর্থ বর্ষের এক মেডিক্যাল পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান তিনি। নার্সের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই মেডিক্যাল পড়ুয়া। প্রথমে হাজারিবাগে, পরে মহিলার বাড়িতেও তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে পুলিশকে জানান তিনি। অভিযোগকারীর দাবি, থানায় অভিযোগ দায়েরের পরে দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি। তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি।

মহিলার দাবি, গত বছরের ৮ জুলাই তিনি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তখন তাঁকে বলা হয়, “এমন ঘটনা বিভিন্ন পার্কে আকছার ঘটে থাকে।” থানা থেকে তাঁকে কোনও সাহায্যই করা হয়নি বলে অভিযোগ মহিলার। এ অবস্থায় রবিবার হাজারিবাগের মহিলা থানা চত্বরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই নার্স। তাঁর কথায়, “ন্যায়বিচার পাওয়ার আর কোনও আশাই দেখছি না।” সেই কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন বলে দাবি নার্সের।

Advertisement

থানা চত্বরে ওই নার্স আত্মহত্যার চেষ্টা করার পরে হাজারিবাগের ডিএসপি মনোজকুমার সিংহ, মহিলা থানার ওসি বিন্ধ্যবাসিনী সিংহ এবং সদর থানার ওসি সুভাষ সিংহ ঘটনাস্থলে পৌঁছোন। ডিএসপি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “সম্ভাব্য সব দিক তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়ে স্পষ্ট মন্তব্য করা যাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement