অসমে একজোট ৭০টি সংগঠন

আজ কটন বিশ্ববিদ্যালয়ে ৭০টি সংগঠনের যৌথ সমাবেশ ও সাংবাদিক বৈঠকে জানানো হল, অসম-বিরোধী ওই সংশোধনী প্রস্তাবের বিরুদ্ধে ৯ নভেম্বর থেকে সংগ্রাম শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০১:৫৮
Share:

ছবি: পিটিআই।

ধলায় নিহত পরিবারের পাশে দাঁড়াতে যখন তিনসুকিয়া সফর করছেন তৃণমূলের প্রতিনিধিরা, তখনই নাগরিকত্ব আইন সংশোধনীর বিরুদ্ধে একজোট অসমের ৭০টি দল ও সংগঠন। আজ কটন বিশ্ববিদ্যালয়ে ৭০টি সংগঠনের যৌথ সমাবেশ ও সাংবাদিক বৈঠকে জানানো হল, অসম-বিরোধী ওই সংশোধনী প্রস্তাবের বিরুদ্ধে ৯ নভেম্বর থেকে সংগ্রাম শুরু হবে। ১৬ নভেম্বর দিসপুরে হবে প্রতিবাদ সভা। সংশোধনী প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ওই সমাবেশে হীরেন গোঁহাই বলেন, ‘‘ধলা হত্যাকাণ্ডের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বাঙালি ভোটে লোকসভা দখলের অঙ্ক কষছে বিজেপি।’’ আসু দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল অসমের বাঙালিদের অভিভাবক হওয়ার চেষ্টা করছে। এটা বাঞ্ছনীয় নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন