সংগ্রামী ভাতা

যাঁরা স্বাধীনতা সংগ্রামীর ভাতা পেতেন, তাঁদের জমা দেওয়া প্রমাণপত্র নকল প্রমাণিত হলেও মানবিকতার খাতিরে সেই ভাতা বন্ধ করা যাবে না, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ০৩:০২
Share:

যাঁরা স্বাধীনতা সংগ্রামীর ভাতা পেতেন, তাঁদের জমা দেওয়া প্রমাণপত্র নকল প্রমাণিত হলেও মানবিকতার খাতিরে সেই ভাতা বন্ধ করা যাবে না, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০০৫ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে এ বি পালকর কমিশন মহারাষ্ট্রের বিড় জেলায় ভুয়ো স্বাধীনতা সংগ্রামীদের চিহ্নিত করার কাজ শুরু করে। ৩৫৪ জনের মধ্যে ২৯৮ জনের দাখিল করা প্রমাণপত্র ভুয়ো প্রমাণিত হয়। রাজ্য সরকার এঁদের ভাতা বন্ধের কথা ঘোষণা করায় প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান তাঁরা। আবেদনকারীদের বয়সের কথা মাথায় রেখে মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট ওই ভাতা চালু রাখার পক্ষেই রায় দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন