Pushpa 2 Stampede

পদপিষ্ট হয়ে মৃত মহিলার পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা অল্লুর, ভিডিয়োয় শোকবার্তা

বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়েছিলেন অল্লু অর্জুন। ভিড় উপচে পড়েছিল তাঁকে দেখতে। সেই সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৪
Share:

শুক্রবার রাতে ভিডিয়োবার্তা প্রকাশ করেছেন অল্লু অর্জুন। ছবি: ভিডিয়ো থেকে।

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য করবেন ছবির নায়ক অল্লু অর্জুন। শুক্রবার রাতে, মূল ঘটনার দু’দিনের মাথায় সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা পোস্ট করেছেন তিনি। সেখানেই জানিয়েছেন সাহায্যের কথা। সেই সঙ্গে ওই মহিলার পরিবারের সঙ্গে তিনি নিজে গিয়ে দেখা করবেন, জানিয়েছেন অল্লু।

Advertisement

বৃহস্পতিবার অল্লুর ছবি মুক্তি পেয়েছে। তার আগে বুধবার রাতে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ার। তিনি নিজে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তাঁকে দেখতে প্রেক্ষাগৃহের সামনে ব্যাপক হুড়োহুড়ি হয়। ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। তাঁর সন্তানও ওই ঘটনায় গুরুতর জখম হয়। এখনও হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার পর অল্লুর বিরুদ্ধে মামলা রুজু করেছে হায়দরাবাদ পুলিশ।

শুক্রবার অল্লু সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সন্ধ্যা থিয়েটারের দুর্ভাগ্যজনক ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারটিকে অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি। এই দুঃখে তাঁরা একা নন। আমি নিজে যাব তাঁদের সঙ্গে দেখা করতে। তাঁদের যে কোনও সাহায্য করতে আমি প্রস্তুত।’’ এর সঙ্গে ৩ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিয়োবার্তা পোস্ট করেছেন অল্লু। সেখানে তেলগুতে তিনি ওই পরিবারকে অর্থসাহায্যের আশ্বাস দেন। মৃত মহিলার সন্তানের চিকিৎসার খরচও বহন করবেন, জানিয়েছেন অভিনেতা। হাসপাতালে এখনও তার অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

ভিডিয়োয় অল্লু বলেন, ‘‘আমরা ছবি বানাই, যাতে মানুষ হলে গিয়ে সেই সিনেমা দেখতে পারে এবং আনন্দ করতে পারে। বিনোদনের জন্য আমাদের এই কাজ। কিন্তু তা করার সময় আরও সতর্ক আরও সাবধান হতে হবে।’’ ভক্ত এবং সিনেমাপ্রেমীদের কাছেও একই অনুরোধ করেছেন অভিনেতা।

উল্লেখ্য, বুধবারের ঘটনার প্রেক্ষিতে অল্লু, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিম এবং সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারের আয়োজন সম্পর্কে পুলিশের কাছে সঠিক তথ্য ছিল না বলে অভিযোগ। এমনকি, সন্ধ্যায় থিয়েটারে যে রাতে অল্লু স্বয়ং যাবেন, তা-ও পুলিশকে জানানো হয়নি। আগে থেকে জানা থাকলে ভিড় নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হত এলাকায়। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ অভিনেতার পর্যাপ্ত নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement