জন্মদিনে ম্যাচ-সেরা ক্যাপ্টেন

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে দুরন্ত গতিতে ছুটে চলা বিজেপির বিজয়রথ থেমে গেল পঞ্জাবে। প্রায় একার হাতে যিনি আজ ওই রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় ফেরালেন, তিনি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। উত্তর ভারতে বিপর্যয়ের দিনে এই জয় কিছুটা স্বস্তি দিল রাহুল-সনিয়া গাঁধীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০৩:৪৭
Share:

ক্যাপ্টেন-বরণ। নিজে একটি আসনে হারলেও দল জিতেছে। প্রদেশ কংগ্রেসের অন্য নেতাদের সঙ্গে অমরেন্দ্র। শনিবার চণ্ডীগড়ে। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে দুরন্ত গতিতে ছুটে চলা বিজেপির বিজয়রথ থেমে গেল পঞ্জাবে। প্রায় একার হাতে যিনি আজ ওই রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় ফেরালেন, তিনি ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহ। উত্তর ভারতে বিপর্যয়ের দিনে এই জয় কিছুটা স্বস্তি দিল রাহুল-সনিয়া গাঁধীকে।

Advertisement

হাইকম্যান্ডকে ক্যাপ্টেন আগেই জানিয়েছিলেন, এটাই শেষ নির্বাচন। বলেছিলেন, দশ বছর পরে পঞ্জাব উদ্ধার করে রাহুল-সনিয়ার হাতে তুলে দিতে চান তিনি। তুমুল অভ্যন্তরীণ কোন্দল সামলেও সেই কাজে সফল ক্যাপ্টেন। অমৃতসর আসন থেকে জিতেছেন বিজেপি থেকে কংগ্রেসে যোগ দেওয়া নভজ্যোত সিংহ সিধুও। অরুণ জেটলি লড়বেন বলে যাঁকে গত লোকসভা নির্বাচনে নিজের আসন ছেড়ে দিতে হয়েছিল। তার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে পড়েন প্রাক্তন ক্রিকেটার।

গত দশ বছর ধরে ক্ষমতায় থাকা শিরোমণি অকালি দল ও বিজেপির জোট সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল তীব্র। বিজেপি নেতারাও ঘনিষ্ঠ মহলে স্বীকার করে নিয়েছিলেন যে, ক্ষমতা ধরে রাখা কঠিন। পঞ্জাবে ত্রিমুখী লড়াইয়ে নেমেছিল বিজেপি, কংগ্রেস ও অরবিন্দ কেজরীবালের দল আপ। কংগ্রেস শেষ পর্যন্ত কেজরীবালকে দিল্লিতে আটকে রেখে দেওয়ায় স্বস্তিতে বিজেপিও।

Advertisement

জন্মদিনে এমন বিপুল জয় অমরেন্দ্রর। কংগ্রেস সমর্থকেরা তাই বলছেন, ‘বল্লে বল্লে ক্যাপ্টেন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement