অমর্ত্যের নতুন বই প্রকাশ নয়াদিল্লিতে

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে প্রকাশিত হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক বই ‘আ কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ’। গত ১৭ ডিসেম্বর এই অনুষ্ঠানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত এই বইটি সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন এই সময় ও সমাজ নিয়ে পর্যালোচনা করেন।

Advertisement

সুমনা কাঞ্জিলাল

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৫ ১৬:১২
Share:

বই প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন।

নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে প্রকাশিত হল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক বই ‘আ কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ’। গত ১৭ ডিসেম্বর এই অনুষ্ঠানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত এই বইটি সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন এই সময় ও সমাজ নিয়ে পর্যালোচনা করেন।

Advertisement

তাঁর নতুন বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন, আজকের ভারত কী ভাবে শুধু সমাজের উচ্চশ্রেণির মানুষের জন্য সুবিধাজনক দেশে পরিণত হয়েছে। তাঁর কথায়, এ দেশে উচ্চবিত্ত পরিবারের ছেলেদের জন্য যত রকম সুযোগ-সুবিধা ও সম্ভাবনার দরজা খোলা থাকে, ঠিক ততটাই কম সুযোগ-সুবিধা পায় নিম্নবিত্ত পরিবারের মেয়েরা।


অমর্ত্য সেনের বই।

Advertisement

সমাজকল্যাণমুখী অর্থনৈতিক ভাবনার অন্যতম প্রদর্শক অমর্ত্য সেন বরাবরই আন্তর্জাতিক সামাজিক সুবিচারের দৃষ্টিভঙ্গি বজায় রেখে বাজার অর্থনীতির সম্প্রসারণের পক্ষে সওয়াল করে এসেছেন। তাঁর নতুন বইতেও তাই উঠে এসেছে দারিদ্র, যুদ্ধ, উন্নয়ন, স্বাধীনতা, শিক্ষা, বাণিজ্য ইত্যাদি প্রসঙ্গ। আধুনিকতা ও সামাজিক বিবর্তন থেকে শুরু করে ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের জন্য স্কুল, কোনও কিছুই তাঁর আলোচ্যের বাইরে নয়।

এ দিনও তিনি সেই ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই জানিয়ে গেলেন যে বাজার অর্থনীতি থাকতেই এসেছে। কিন্তু বাজারকে এমন হয়ে উঠতে হবে, যাতে তার সুবিধা সমাজের সব ধরনের মানুষ সমান ভাবে ভোগ করতে পারে। বাজারের মানবিক মুখ যেন মানুষের জন্য সামাজিক ভাবে সহায়ক হয়ে ওঠে, এই ছিল তাঁর বার্তা। এ জন্য সব দেশের রাজনৈতিক নেতৃত্বকে আরও সচেতন হয়ে বিশ্বায়নের সুবিধা সমাজের সব স্তরে পৌঁছে দিতে হবে বলে তিনি মনে করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন