আন্দোলনের মধ্যেই নাগরিকত্ব বিল পাশের আশা অসমে

অসমের নাগরিকত্ব বিল-বিরোধী আন্দোলনে কংগ্রেস ও যৌথমঞ্চের নেতাদের মধ্যে মতানৈক্য, চাপানউতোর আগেই শুরু হয়েছিল। এ বার অগপ-র বিরুদ্ধেও সরব হলেন মঞ্চের নেতারা। মঞ্চের অন্যতম মুখ, হীরেন গোঁহাই অগপর সদিচ্ছা নিয়েই আজ প্রশ্ন তুলে 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৩:৪৮
Share:

অসমের নাগরিকত্ব বিল-বিরোধী আন্দোলনে কংগ্রেস ও যৌথমঞ্চের নেতাদের মধ্যে মতানৈক্য, চাপানউতোর আগেই শুরু হয়েছিল। এ বার অগপ-র বিরুদ্ধেও সরব হলেন মঞ্চের নেতারা। মঞ্চের অন্যতম মুখ, হীরেন গোঁহাই অগপর সদিচ্ছা নিয়েই আজ প্রশ্ন তুলে

Advertisement

দিলেন। তিন মন্ত্রীর পদত্যাগের পরে অগপ ৭০ সংগঠনের যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়ে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেয়। কিন্তু কংগ্রেসের দাবি ছিল, সব নাটক। পদত্যাগপত্র এখনও রাজ্যপালকে পাঠাননি মুখ্যমন্ত্রী। আজ হীরেনবাবুও বলেন, ‘‘অগপর ভূমিকাকে এখনও বিশ্বাস করা যাচ্ছে না। তারা মন্ত্রিত্ব ছাড়লেও শাসকজোট ছাড়ার কথা জানিয়ে রাজ্যপালকে এখনও চিঠি পাঠায়নি।’’ অর্থাৎ যৌথ মঞ্চ অগপকে বিশ্বাস করতে পারছে না। অগপর তরফে অবশ্য আজ এ নিয়ে কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।

এরই মধ্যে অসমে হাজির হয়েছেন উত্তর-পূর্বের ভারপ্রাপ্ত বিজেপি সাধারণ সম্পাদক রামমাধব। তিনি দলের প্রদেশ নেতৃত্বের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর বলেন, ‘‘নাগরিকত্ব বিল নিয়ে যত আন্দোলনই হোক, উত্তর-পূর্বে বিজেপির রাশ আলগা হবে না।’’ রাজ্যসভাতেও নাগরিকত্ব বিল পাশ হওয়ার আশা রাখছে বিজেপি। রামমাধব বলেন, ‘‘উত্তর-পূর্বের সব রাজ্যে আমাদের সরকার আছে। জনতাই আমাদের হাতে সেই ভার তুলে দিয়েছে। অসম ও উত্তর-পূর্বের জনতার প্রতি দল দায়বদ্ধ।’’ তিনি জানান, বাজেট অধিবেশনেই রাজ্যসভায় নাগরিকত্ব আইন সংশোধনী বিলটি পেশ করা হবে। সেখানে যদিও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু রামমাধবের আশা বিলটি পাশ করানো যাবে। তিনি অগপকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে অসম ছাড়াও মণিপুর, মেঘালয়ে আন্দোলন চলছে। তীব্র বিরোধিতা করেছে নাগাল্যান্ড ও মিজোরামের মিত্রজোট সরকারও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement