Muslim Vote

মোদী এ বার ‘ভাইজান’! রামমন্দির উদ্বোধনের আবহেই মুসলিমদের পাশে পেতে বিজেপির কর্মসূচি

‘শুকরিয়া মোদী ভাইজান’ শীর্ষক ওই প্রচার কর্মসূচির সূচনা করে উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিংহ জানান, সে রাজ্যের প্রতিটি ব্লকের সংখ্যালঘু এলাকায় যাবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ১৫:৪৩
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আবহেই উত্তরপ্রদেশে মুসলিম ভোটারদের কাছে টানতে নতুন প্রচার কর্মসূচি শুরু করল বিজেপি। সোমবার থেকে শুরু হওয়া ওই প্রচার কর্মসূচির লক্ষ্য দেশের মুসলিম সমাজের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা তুলে ধরা।

Advertisement

‘শুকরিয়া মোদী ভাইজান’ (ধন্যবাদ মোদী ভাইজানকে) শীর্ষক ওই প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিংহ জানান, সে রাজ্যের প্রতিটি ব্লকের সংখ্যালঘু এলাকায় যাবেন তাঁরা। প্রসঙ্গত, ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে সে রাজ্যের ‘পিছিয়ে পড়া’ মুসলিম সমাজ (পসমন্দা মুসলিম নামে যাঁরা পরিচিত) ভোট পেতে প্রথম সক্রিয় হয়েছিল বিজেপি।

ফারসি শব্দ ‘পসমন্দা’র অর্থ পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া। ভারতে ২০ কোটি মুসলমানের মধ্যে ১৬-১৭ কোটি (৮০-৮৫%) পিছিয়ে পড়া ‘পসমন্দা’ সমাজের বলে বিজেপি সূত্রের খবর। ২০২২ সালে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রধানমন্ত্রী মোদী পিছিয়ে পড়া এই ১৬-১৭ কোটি মুসলিমের জন্য দলকে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। তার পরেই বিজেপি দ্রুত পসমন্দাদের মধ্যে গিয়ে কাজ করতে শুরু করেছিল।

Advertisement

অন্যান্য অনগ্রসর শ্রেণির (‘আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস’ বা ওবিসি) কিছু সুযোগ-সুবিধা পসমন্দারা পেলেও, সাধারণ ভাবে তারা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া অংশ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান লোকসভা ভোটের আগে পসমন্দাদের পাশে পেতে অন্য হিন্দি বলয়ের অন্য রাজ্যগুলিতেও সক্রিয় হবে বিজেপি। দেশে একশোর বেশি লোকসভা আসনে ২০ শতাংশ বা তার বেশি মুসলমান রয়েছেন। তৃতীয় বার মোদীর প্রধানমন্ত্রিত্বের পথ নিরঙ্কুশ তাকেই ‘পাখির চোখ’ করছে বিজেপি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন