Amit Malviya

৩৭০ ঘিরে কংগ্রেসকে আক্রমণ বিজেপির

বিরোধীদের জোটের মূল দাবিই হল অনুচ্ছেদ ৩৭০ ফেরানো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ০৪:৪৯
Share:

অমিত মালব্য

জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনের প্রচারে কংগ্রেস অনুচ্ছেদ ৩৭০ তথা কাশ্মীরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবি করতেই পাল্টা আক্রমণে নামল বিজেপি। কংগ্রেসের ওই দাবি প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য আজ বলেন, ‘‘পাকিস্তান ও বিচ্ছিন্নতাবাদীদের সুরে সুর মেলাচ্ছে কংগ্রেস।’’

Advertisement

আগামী ২৮ নভেম্বর থেকে কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের ভোট। ওই ভোটে বিজেপিকে রুখতে আসন সমঝোতা করেছে ন্যাশনাল কনফারেন্স বা পিডিপি-র মতো উপত্যকার দলগুলি। সেই জোটে হাত মিলিয়েছে কংগ্রেস।

বিরোধীদের ওই জোটের মূল দাবিই হল অনুচ্ছেদ ৩৭০ ফেরানো। যার ফলে গোড়া থেকেই জাতীয়তাবাদের প্রশ্ন তুলে ওই জোটের বিরুদ্ধে সরব বিজেপি।

Advertisement

উপত্যকার কংগ্রেস নেতা গুলজার ওয়ানি আজ প্রচারে নেমে উপত্যকায় অনুচ্ছেদ ৩৭০ ফেরানোর ডাক দিতেই সরব হন বিজেপির তথ্য প্রযুক্তি শাখার প্রধান অমিত মালব্য। তিনি টুইট করে বলেন, ‘‘পাকিস্তান ও বিচ্ছিন্নবাদীদের দাবি, অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনা। এখন কংগ্রেস সেই বিচ্ছিন্নবাদী শক্তির পাশে দাঁড়াচ্ছে।’’ মালব্যের অভিযোগ, উপত্যকার মহিলা, তফশিলি জাতি, ওবিসি সমাজের উপর এত দিন যে ‘বৈষম্যমূলক আচরণ’ হয়ে এসেছে, এই দাবি তুলে কংগ্রেস তাতে মদত দিচ্ছে।

গোড়ায় ওই ভোট বাতিলের ডাক দিয়েছিল স্থানীয় দলগুলি। ফলে বিজেপি অনায়াসে ক্ষমতা দখল করবে বলে ভেবে নিয়েছিলেন দলের নেতারা। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত পাল্টে স্থানীয় দলগুলি জোট করে ভোটে দাঁড়ানো ও তাতে কংগ্রেসের অংশগ্রহণে সেই ভাবনা ধাক্কা খেয়েছে। সে কারণে বিজেপি এ ভাবে জাতীয়তাবাদের তাস খেলতে বাধ্য হচ্ছে বলে দাবি কংগ্রেসের। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস হাইকম্যান্ডের ব্যাখ্যা, তারা এ বিষয়ে কোনও দাবি তোলেননি। তবে দিল্লির কংগ্রেস নেতৃত্ব অনুচ্ছেদ ৩৭০ ফিরিয়ে আনার দাবি থেকে দূরত্ব বজায় রাখলেও, স্থানীয় ভোট পেতে গেলে উপত্যকার কংগ্রেস নেতৃত্বের এ নিয়ে সরব হওয়া ছাড়া উপায় নেই।

বাতিল হয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের আলাদা পতাকাও। সেই পতাকাকেই নিজেদের প্রতীক চিহ্ন করেছেন জোট প্রার্থীরা। যা নিয়েও সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতৃত্বের মতে, যারা ভারতের পতাকা ফেলে অন্য পতাকাকে প্রতীক হিসাবে তুলে ধরছেন, জাতীয় দল হয়ে কংগ্রেস সেই শক্তিকে সমর্থন জোগাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন