বিহারে তৎপর শাহ

কংগ্রেস ও আরজেডির সঙ্গে ছেঁড়া সম্পর্ক ফের জুড়তে নীতীশ উদ্যোগী হতেই নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৫:১৪
Share:

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

আগামী লোকসভা ভোটে নীতীশকে তেমন ধর্তব্যের মধ্যেই এতদিন আনছিলেন না বিজেপি সভাপতি অমিত শাহ। কিন্তু কংগ্রেস ও আরজেডির সঙ্গে ছেঁড়া সম্পর্ক ফের জুড়তে নীতীশ উদ্যোগী হতেই নড়েচড়ে বসতে বাধ্য হচ্ছেন তিনি।

Advertisement

১১ জুলাই দু’দিনের সফরে বিহারে আসবেন তিনি। তাঁর সফরসূচিতে নীতীশের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা ছিল না। কিন্তু লালু-নীতীশ-রাহুল, এই তিনের যোগাযোগ ফের তৈরি হতেই নীতীশের সঙ্গে আসন সমঝোতায় বসতে তৈরি হচ্ছেন অমিত। দিল্লিতে বিজেপি সূত্রের খবর, এ বারেই সমঝোতা সূত্র যাতে বেরোয়, সেজন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

লোকসভায় আসন সমঝোতা নিয়ে নীতীশ অনেকদিন ধরেই অমিত শাহের সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু নীতীশের সঙ্গে দেখা করেননি তিনি। কারণ, লোকসভা ভোটে নীতীশ যে পরিমাণ আসন চাইছেন তা মানা বিজেপির পক্ষে সম্ভব নয়। উল্টো দিকে, যে আসন বিজেপি নীতীশের জেডিইউকে দিতে চাইছে, তা মানা নীতীশের পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় বিজেপির এক নেতার কথায়, নীতীশ বিধানসভা ভেঙে লোকসভার সঙ্গে ভোট করিয়ে দেওয়ার সমঝোতা সূত্র বার করতে পারেন। সে ক্ষেত্রে বিজেপি লোকসভা ভোটে পছন্দসই আসনে লড়ুক। আর নীতীশ পছন্দের আসনে বিধানসভা লড়বেন। কিন্তু এই সমঝোতা সূত্রে আপত্তি বিজেপির। নীতীশের তা পছন্দ নয় বলেই রাহুল গাঁধীর মধ্যস্থতায় লালুর সঙ্গেও সম্পর্ক রাখতে চাইছেন তিনি। এনডিএ জোট থেকে বিহারের এক শরিককেও বের করে আনতে চাইছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement