লিঙ্গায়েত প্রেম নেই কংগ্রেসের: অমিত

আজ থেকে কর্নাটক সফর শুরু করেছেন অমিত। এ দিন তিপতুরে নারকেল উৎপাদকদের এক সম্মেলনে যান তিনি। সেখানেই লিঙ্গায়েতদের সংখ্যালঘু তকমা দেওয়ার সুপারিশ নিয়ে কংগ্রেসকে নিশানা করেন বিজেপি সভাপতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০৩:৩৮
Share:

অমিত শাহ।

কর্নাটকের কংগ্রেস সরকারের লিঙ্গায়েত সম্প্রদায় সম্পর্কে কোনও ভাবনাচিন্তাই নেই বলে দাবি বিজেপি সভাপতি অমিত শাহের। সম্প্রতি ‘লিঙ্গায়েত ও বীরশিবা লিঙ্গায়েত’ সম্প্রদায়কে ‘সংখ্যালঘু ধর্ম’-এর তকমা দেওয়ার সুপারিশ করেছে কর্নাটক সরকার। বিজেপি সভাপতির দাবি, লিঙ্গায়েত সম্প্রদায়ের নেতা
বি এস ইয়েদুরাপ্পার ফের মুখ্যমন্ত্রী হওয়া রুখতেই এখন এই কৌশল নিয়েছে কংগ্রেস।

Advertisement

আজ থেকে কর্নাটক সফর শুরু করেছেন অমিত। এ দিন তিপতুরে নারকেল উৎপাদকদের এক সম্মেলনে যান তিনি। সেখানেই লিঙ্গায়েতদের সংখ্যালঘু তকমা দেওয়ার সুপারিশ নিয়ে কংগ্রেসকে নিশানা করেন বিজেপি সভাপতি। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে ইয়েদুরাপ্পাকেই ফের মুখ্যমন্ত্রী করা হবে।’’ অমিতের বক্তব্য, ‘‘লিঙ্গায়েতদের নিয়ে এই প্রস্তাব ২০১৩ সালে মনমোহন সিংহ সরকার খারিজ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকার ফের তা নিয়ে সুপারিশ করে বিভ্রান্তি ছড়াতে চাইছে।’’ তবে কর্নাটকের মানুষ কংগ্রেসের কৌশলে বিভ্রান্ত হবেন না বলেই আশা বিজেপি সভাপতির। তাঁর মতে, ‘‘ক‌ংগ্রেস ডুবছে। তাকে বাঁচাতে সিদ্দারামাইয়া ঠিক ব্রিটিশ শাসকদের কায়দায় বিভাজনের রাজনীতি করছেন।’’ রাহুলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ‘‘বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলার আগে রাহুল গাঁধীর উচিত এ দিকে নজর দেওয়া।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement