পরপর পতন অমিত শাহের

মধ্যপ্রদেশের অশোকনগরে প্রচারের রথ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৮ ০৪:৪১
Share:

মধ্যপ্রদেশের অশোকনগরে প্রচারের রথ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান অমিত শাহ। —ফাইল চিত্র।

ভোটের দৌড়ঝাঁপে কি ক্লান্ত বিজেপি সভাপতি! পাঁচ রাজ্যের ভোট ২০১৯-এর মুল লড়াইয়ের সেমিফাইনাল। তাতে জয় ছিনিয়ে আনতে যথাসাধ্য দৌড়ঝাঁপ করছেন অমিত শাহ। ভারী চেহারা নিয়ে মঞ্চে, হেলিকপ্টারে, রথে, গাড়িতে ওঠানামা করতে হচ্ছে।

Advertisement

পরশু মিজোরামে প্রচারে গিয়ে হেলিকপ্টার থেকে নামার সময়ে সিঁড়িতে হড়কে গিয়েছিল পা। আজ আবার মধ্যপ্রদেশের অশোকনগরে প্রচারের রথ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান। আশপাশের লোকেরা ধরে ফেলায় তড়িঘড়ি সামলেও নেন। দলীয় সূত্রের খবর, আঘাত পাননি সভাপতি। তবে অমিতের পড়ে যাওয়ার ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ে দ্রুত। বান ডাকে মন্তব্যের। বিরোধীদের শিবিরের বিভিন্ন মন্তব্যে অমিতের পরপর পতনের জন্য তাঁর অতীতের বিভিন্ন কৃতকর্মের কথা তোলা হয়। যদিও দলমত নির্বিশেষে অনেকেই একে কুরুচিকর মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement