Amit Shah

সেনার মৃত্যু নিয়ে প্রশ্ন রাহুলের, পাল্টা তোপ অমিত শাহের

রাহুলের অভিযোগ, ‘‘প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চিনের আগ্রাসনের কাছে সমর্পণ করে দিয়েছেন।’’ জখম সেনার বাবার ভিডিয়ো পোস্ট করে তোপ অমিতের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২০ ১৪:০৯
Share:

রাহুল গাঁধী ও অমিত শাহ

চিন এ দেশে না ঢুকলে ভারতীয় সেনার মৃত্যু হল কেন? কোন এলাকায় মৃত্যু হল তাঁদের? চিনা আগ্রাসন নিয়ে সর্বদল বৈঠকের পর, শনিবার সকালে প্রধানমন্ত্রীর উদ্দেশে এমনই ঝাঁঝালো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাহুল গাঁধী। বেলা গড়াতেই তার উত্তর এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে। টুইটে আহত জওয়ানের বাবার বক্তব্যের ভিডিয়ো জুড়ে অমিত শাহ পাল্টা আক্রমণ করেছেন— রাহুল গাঁধীর উচিত দেশের সংহতির স্বার্থে ক্ষুদ্র রাজনৈতিক গণ্ডির ঊর্ধ্বে উঠে আসা।

Advertisement

লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনের প্রেক্ষিতে শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি দাবি করেন, চিন থেকে লাদাখে কেউ ভারতের এলাকাতে ঢোকেনি। কেউ ভারতের এলাকায় ঢুকে বসেও নেই। এর প্রেক্ষিতেই এ দিন সকালে প্রধানমন্ত্রীকে বিঁধে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তিনি প্রশ্ন তোলেন, ‘‘ প্রধানমন্ত্রী ভারতীয় ভূখণ্ড চিনের আগ্রাসনের সামনে সমর্পণ করে দিয়েছেন। যদি ওই ভূখণ্ড চিনেরই হয়, তা হলে আমাদের সেনার মৃত্যু হল কেন? সেনাদের মৃত্যু হল কোন জায়গায়?’’

এর কিছু ক্ষণের মধ্যেই রাহুলকে নিশানা করে পাল্টা টুইট করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‘এক জন সাহসী সেনার বাবা বলছেন এবং রাহুল গাঁধীকে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন।’’ এর পরেই অমিত শাহ যোগ করেছেন, ‘‘যখন গোটা দেশ এক, তখন রাহুল গাঁধীর উচিত ক্ষুদ্র রাজনৈতিক গণ্ডি থেকে বেরিয়ে আসা এবং দেশের স্বার্থে পাশে দাঁড়ানো।’’

Advertisement

টুইটে গলওয়ান উপত্যকায় চিনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত সেনাকর্মীর বাবার বক্তব্যের ভিডিয়োও জুড়ে দিয়েছেন অমিত শাহ। ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভারতীয় সেনা শক্তিশালী এবং তারা চিনা বাহিনীকেও হারাতে পারে। রাহুল গাঁধী, আপনি রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। সেনায় আমার ছেলে লড়াই করেছে এবং লড়াই চালিয়ে যাবেও।’’

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গিদের অস্ত্র দিতে আসা পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ​

লাদাখ সীমান্তে ভারত এবং চিনের মধ্যে উত্তেজনার মধ্যেই মোদী সরকারকে নিশানা করে টুইটে একের পর এক আক্রমণ শানাচ্ছেন রাহুল গাঁধী। শুক্রবার টুইটে মোদী সরকারকে নিশানা করে এক প্রস্থ আক্রমণ শানান রাহুল গাঁধী। তিনি বলেন, ‘‘এটা স্পষ্ট যে গালওয়ানে চিন যে হামলা চালিয়েছে, তা পূর্ব পরিকল্পিত। কেন্দ্রীয় সরকার প্রথমে ঘুমোচ্ছিল এবং পরে তা অস্বীকার করে। এর মূল্য চোকাতে হয় আমাদের শহিদ জওয়ানদের।’’

আরও পড়ুন: লাদাখে সীমান্ত পেরিয়ে ঢোকেইনি কেউ, সর্বদল বৈঠকে মোদী

এর মধ্যেই ওই দিন সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, লাদাখে কেউ ভারতের এলাকাতে ঢোকেনি। যদিও প্রধানমন্ত্রীর এই দাবির পরেও একাধিক প্রশ্ন উঠেছে বিরোধীদের তরফে। এ দিন সেই প্রশ্নগুলিই উঠে এসেছে রাহুলের টুইটে। যদিও তা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন