‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ অমিতাভ

সব জল্পনায় ইতি টেনে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হতে চলেছেন অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে অমিতাভকেও। সূত্রের আরও দাবি, ‘অতিথি দেব ভবঃ’ প্রচারটিতে আগামী তিন বছরের জন্য থাকছেন অমিতাভ। এর আগে বিগত দশ বছর ধরে বেসরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি করা হত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১৪:১০
Share:

সব জল্পনায় ইতি টেনে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হতে চলেছেন অমিতাভ বচ্চন। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি সূত্রের খবর, পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে অমিতাভকেও। সূত্রের আরও দাবি, ‘অতিথি দেব ভবঃ’ প্রচারটিতে আগামী তিন বছরের জন্য থাকছেন অমিতাভ। এর আগে বিগত দশ বছর ধরে বেসরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি করা হত। এ বার সরাসরি কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক বর্ষীয়ান এই বলিউড অভিনেতাকে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচার কাজে নিযুক্ত করল।
এর আগে বিগত দশ বছর আমির খান ছিলেন ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচারের মুখ। গত বুধবারই জানা যায়, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি অসহিষ্ণুতা নিয়ে মুখ খোলায় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র প্রচার থেকে সরে যেতে হল আমিরকে?
কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি দফতরের মন্ত্রী মহেশ শর্মা জানান, অতিথি দেব ভবঃ প্রচারটিতে আর থাকছেন না আমির। কারণ, বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়েছে আমিরের। অতয়েব, বুধবার থেকেই শুরু হয় জল্পনা যে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ কে হতে চলেছেন? তবে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র পরবর্তী মুখ হিসেবে নরেন্দ্র মোদীর গুজরাতের পর্যটন প্রচারের মুখ অমিতাভের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল। আর সেই সম্ভাবনাই সত্যি হল।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

আমি থাকি বা না থাকি, ইন্ডিয়া ইনক্রেডিবলই, বললেন আমির

Advertisement

গত কাল এ বিষয়ে শাহেনশার থেকে তাঁর মত জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখনও কেউ আমাকে এ বিষয়ে কিছু বলেননি। তবে আমি দেশের জন্য এই ধরনের প্রচারে কাজ করতে ভীষণভাবে আগ্রহী। আমি দেশের জন্য এই ধরণের প্রচারের কাজ আগেও অনেক করেছি। আমার কাছে এই প্রস্তাব এলে আমি খুব খুশিই হব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement