National News

ঐশ্বর্যার বাবার শেষকৃত্যে গেলেন অমিতাভ, শাহরুখ

গতকাল বিকেল চারটে নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। রাত সাড়ে আটটা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে সেবা সংস্থান শ্মশান ভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১২:৩৪
Share:

কৃষ্ণরাজের শেষকৃত্যের পথে ঐশ্বর্যা-অভিষেক। ছবি: সংগৃহীত।

গতকাল বিকেল চারটে নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ঐশ্বর্যা রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। রাত সাড়ে আটটা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে সেবা সংস্থান শ্মশান ভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ঐশ্বর্যার পাশে ছিলেন অভিষেক ও অমিতাভ। এ ছাড়া শাহরুখ খান, সোনালী বেন্দ্রে, রণধীর কপূর, পরিচালক সঞ্জয় লীলা ভংসালী, আশুতোষ গোয়ারিকর সহ একঝাঁক বলি সেলেব কৃষ্ণরাজকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর শেষকৃত্যে পৌঁছে যান। কৃষ্ণরাজের দেহ প্রথমে ঐশ্বর্যার দাদা তাঁদের বাড়িতে নিয়ে যান। সেখান থেকে সোজা শ্মশানে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আরও পড়ুন, জল ছাড়াই ঝকঝকে থাকবে শৌচাগার, সৌজন্যে এক বাঙালি

সূত্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁকে দেখতে একাধিক বার হাসপাতালে যান অমিতাভ। অবস্থার অবনতি হওয়ার বেশ কয়েক বার রাতে হাসপাতালে থাকতেও হয়েছিল ঐশ্বর্যা-অভিষেককে। শেষ দিকে আইসিইউ-তে রাখতে হয়েছিল তাঁকে। কৃষ্ণরাজ অসুস্থ হয়ে পড়ায় এ বছর হোলি খেলেননি বচ্চন পরিবারের কোনও সদস্য। কোনও পার্টিরও আয়োজন হয়নি ‘জলসা’য়।

Advertisement


বাবার সঙ্গে নায়িকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement