শিক্ষকের স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই ছাত্র। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
শাস্তি দিয়েছিলেন শিক্ষক। সেই রাগে রীতিমতো ছক কষে শিক্ষকের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী ও দুই শিশুকন্যাকে কুপিয়ে খুন করল দুই ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়। খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত দুই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দুই ছাত্রকে শাস্তি দিয়েছিলেন মুফতি ইব্রাহিম নামে ওই শিক্ষক। কথা না শোনায় মারধরও করেছিলেন। সেই ঘটনার পর থেকেই প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করে দুই ছাত্র। ওই শিক্ষক তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাগপত জেলার গাংনাউলি এলাকায় ভাড়া থাকতেন। শনিবার বিকেলে রীতিমতো ছক কষে ওই শিক্ষকের ভাড়াবাড়িতে যায় দুই নাবালক। সে সময় ইব্রাহিম বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে শিক্ষকের স্ত্রী ইসরানা এবং তাঁদের দুই মেয়ে, সোফিয়া (৫) ও সুমাইয়া (২)-কে কুপিয়ে খুন করে দুই ছাত্র। ইব্রাহিমের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে, কাজ শেষ করে তড়িঘড়ি এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তেরা।
স্থানীয়েরা জানাচ্ছেন, এলাকায় বেশ পরিচিত ছিলেন ইব্রাহিম। স্থানীয় শিশু-কিশোরদের পড়াতেন তিনি। অভিযুক্তেরাও নিয়মিত তাঁর কাছে পড়তে যেত। অভিযোগ, সম্প্রতি ওই দুই ছাত্রকে লাঠি দিয়ে মারধর করেছিলেন ইব্রাহিম। এর পরেই দু’জনে মিলে তাঁকে জব্দ করার পরিকল্পনা করতে থাকে। শনিবার রাতেই অভিযুক্ত দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত হাতুড়ি এবং ছুরিটিও উদ্ধার করা হয়েছে। বাগপতের এক পুলিশ কর্তা জানিয়েছেন, অভিযুক্তেরা দু’জনেই নাবালক। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।