কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। — ফাইল চিত্র।
১৯৮৪ সালে ‘অপারেশন ব্লু স্টার’-এর সিদ্ধান্ত সঠিক ছিল না। এমনকি, নিজের প্রাণ দিয়ে সেই ভুলের মূল্য চোকাতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। রবিবার এমনই মন্তব্য করে তোপের মুখে পড়েছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। বর্ষীয়ান নেতার মন্তব্যে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারাও।
কংগ্রেসের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দলের অনেকেই মনে করছেন, দলের বিরুদ্ধে মন্তব্য করতে বাধ্য করা হয়েছে চিদম্বরমকে। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, ‘‘চিদম্বরমের বিরুদ্ধে ফৌজদারি মামলা এখনও বিচারাধীন। সে জন্যই কি বাইরে থেকে চাপ দিয়ে তাঁকে দলের বিরুদ্ধে মন্তব্য করতে বাধ্য করা হচ্ছে?’’ আর এক কংগ্রেস নেতা এএনআই-কে বলেন, ‘‘দল থেকে সব কিছু পাওয়া বর্ষীয়ান নেতাদের বার বার এমন মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। কারণ, এতে দলের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। এই আচরণকে অভ্যাসে পরিণত করা উচিত নয়।’’
রবিবার হিমাচল প্রদেশের কসৌলিতে খুশবন্ত সিংহ সাহিত্য উৎসবে সাংবাদিক হরিন্দ্র বাওয়েজার ‘দে উইল শুট ইউ, ম্যাডাম’ বইটি নিয়ে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন চিদম্বরম। সেখানেই কথাপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘কোনও সেনা আধিকারিককে অপমান করে বলছি না, কিন্তু আমিও মানি যে অপারেশন ব্লু স্টারের মাধ্যমে স্বর্ণমন্দির পুনরুদ্ধারের পদ্ধতি ভুল ছিল। ইন্দিরা গান্ধীকে সেই ভুলের মূল্য চোকাতে হয়েছিল নিজের প্রাণ দিয়ে।’’ পরে অবশ্য তিনি আরও যোগ করেন, ‘‘তবে ভুল ইন্দিরার একার ছিল না। সেনা, গোয়েন্দা দফতর এবং পুলিশপ্রশাসনের সম্মিলিত ভুল ছিল এটি।’’ এর পরেই চিদম্বরমের মন্তব্য নিয়ে সরব হয়েছে কংগ্রেস।