আমেরিকার স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি আততায়ীর। ছবি: রয়টার্স।
ফের এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটল আমেরিকায়! ভারতীয় সময় অনুযায়ী, শনিবার বিকেলে মিসিসিপির একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আততায়ীর ছোড়া গুলিতে অন্তত চার জন নিহত হয়েছেন। জখম আরও ১২ জন। তার মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম বিবিসি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে মিসিসিপির রাজধানী জ্যাকসন থেকে ১৯০ কিলোমিটার দূরে লেল্যান্ডে ঘটনাটি ঘটেছে। সে সময় এলাকার হাইস্কুলে বার্ষিক ফুটবল ম্যাচ চলছিল। ছিলেন স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীরা। তখনই হঠাৎ অজ্ঞাতপরিচয় এক যুবক এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের। জখম হন আরও অনেকে।
শহরের মেয়র জন লি বিবিসি-কে জানিয়েছেন, আহতদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আততায়ীর খোঁজ মেলেনি। কোনও সন্দেহভাজনকেও আটক করা যায়নি।