হাজিরা অনিল অম্বানীর

সুপ্রিম কোর্টের ছয় নম্বর এজলাসে এত ভিড় যে স্যুট-টাই পরিহিত ভদ্রলোককে কার্যত দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়াতে হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে মেরেকেটে আড়াই কিলোমিটার দূরে কংগ্রেসের সদর দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৯
Share:

সুপ্রিম কোর্টের ছয় নম্বর এজলাসে এত ভিড় যে স্যুট-টাই পরিহিত ভদ্রলোককে কার্যত দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়াতে হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে মেরেকেটে আড়াই কিলোমিটার দূরে কংগ্রেসের সদর দফতর। সেখানে রাহুল গাঁধীর সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীর পাশাপাশি নিশানায় রয়েছেন ভিড়ে ঠাসা আদালতে দাঁড়িয়ে থাকা এই ভদ্রলোকও।

Advertisement

ইনি শিল্পপতি অনিল অম্বানী।

শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও এরিকসন সংস্থাকে ৫৫০ কোটি টাকার পাওনা মেটায়নি অনিল অম্বানীর রিলায়্যান্স কমিউনিকেশন (আরকম)। তাই অনিল অম্বানীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিল সুইডিশ সংস্থা এরিকসন। সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আজ অম্বানীকে আদালতে হাজিরা দিতে হল। কিন্তু আজ বিচারপতি রোহিংটন নরিম্যানের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়নি। ফলে বুধবার ফের সুপ্রিম কোর্টে হাজিরা দিতে হবে তাঁকে।

Advertisement

এরিকসন ও অন্যদের দেনা মেটাতে রিলায়্যান্স কমিউনিকেশন গত সপ্তাহেই দেউলিয়া প্রক্রিয়ায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সংস্থার সম্পত্তি বেচে দেনা শোধ করা যায়। রাফাল চুক্তিতে অনিল অম্বানীর প্রতিরক্ষা সংস্থার বরাত পাওয়া নিয়ে কংগ্রেস এখানেই প্রশ্ন তুলেছিল। তাদের বক্তব্য এমন দেনাগ্রস্ত লোকের সংস্থা কী ভাবে এই বরাত পায়? আজ অনিল অম্বানী আগে থেকেই রাফাল চুক্তির বিষয়ে জানতেন বলেও রাহুল গাঁধী অভিযোগ তুলেছেন। কিন্তু অনিল অম্বানীর সংস্থা সেই অভিযোগ অস্বীকার করেছে।

আজ সুপ্রিম কোর্টে এরিকসন ইন্ডিয়া-র হয়ে আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন, সুপ্রিম কোর্ট দু’বার রিলায়্যান্সকে পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও আরকম সেই নির্দেশ অমান্য করেছে। শুনানি শেষ না হওয়ায় বিচারপতি নরিম্যানের বেঞ্চ অম্বানী ও তাঁর সংস্থার দুই কর্তাকে বুধবারও আদালতে হাজির থাকার নির্দেশ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement