অণ্ণা ফের আন্দোলনে

মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিনে এ দিন দিল্লিতে এসে রাজঘাটে অনশনে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দিল্লির বিজ্ঞান ভবনে গাঁধীর আদর্শের কথা শোনাচ্ছেন, সেই সময় অণ্ণা বলেন গাঁধীর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০২:৫৯
Share:

দিল্লিতে আজ এক দিনের অনশন করে বছরের শেষে ‘মোদী-বিরোধী’ বড় আন্দোলনের হুমকি দিয়ে গেলেন অণ্ণা হজারে।

Advertisement

মোহনদাস কর্মচন্দ গাঁধীর জন্মদিনে এ দিন দিল্লিতে এসে রাজঘাটে অনশনে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দিল্লির বিজ্ঞান ভবনে গাঁধীর আদর্শের কথা শোনাচ্ছেন, সেই সময় অণ্ণা বলেন গাঁধীর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা। দিনভর অনশনের শেষে তিনি জানিয়ে যান, চলতি সপ্তাহের শেষেই তিনি মহারাষ্ট্রে তাঁর গ্রামে বৈঠক করবেন। লোকপাল-লোকায়ুক্ত নিয়োগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার। প্রধানমন্ত্রীকে চিঠি লিখেও কোনও উত্তর পাননি। কালো টাকাও ফেরেনি দেশে। তাই বছরশেষে বা আগামী বছরের গোড়ায় ফের আন্দোলনে নামবেন তিনি।

যে বিজেপি এক সময়ে অণ্ণাকে পুরোদস্তুর সমর্থন করেছিল আজ তাদের সরকারের বিরুদ্ধেই ফের হুঁশিয়ারি দিলেন অণ্ণা।
স্বাভাবিক ভাবেই এটা কপালে ভাঁজ ফেলেছে বিজেপির। ইউপিএ জমানায় এই অণ্ণা হজারের আন্দোলনেই নড়েচড়ে বসতে হয়েছিল মনমোহন সিংহ সরকারকে। সেই আন্দোলন থেকেই উত্থান অরবিন্দ কেজরীবালের। যদিও পরে দু’জনের মধ্যে তিক্ততা তৈরি হয়। আজ কেজরীর সমালোচনাও করেন অণ্ণা। আজ মোদী সরকারকে বিঁধে তিনি বলেন, ‘‘তিন বছর আগে যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছিলেন, তা পূরণ হয়নি। কৃষক এখনও আত্মহত্যা করছেন, মহিলারা নিরাপদ নন, তিরিশ দিনে কালো টাকাও এল না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন