আরও এক জোড়া মৈত্রী এক্সপ্রেস

যাত্রী বাড়েনি। তবুও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস আরও এক জোড়া বাড়নো হল। ট্রেন বাড়ানোর জেরে সম্পর্ক আরও সুদৃ়ঢ় হবে বলে মনে করছে দু’দেশের বিদেশ মন্ত্রক। ৩ জানুয়ারি থেকে নতুন নির্দেশ কার্যকর হবে বলে রেলকর্তারা জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৯
Share:

যাত্রী বাড়েনি। তবুও কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস আরও এক জোড়া বাড়নো হল। ট্রেন বাড়ানোর জেরে সম্পর্ক আরও সুদৃ়ঢ় হবে বলে মনে করছে দু’দেশের বিদেশ মন্ত্রক। ৩ জানুয়ারি থেকে নতুন নির্দেশ কার্যকর হবে বলে রেলকর্তারা জানিয়েছেন।

Advertisement

পূর্ব রেল সূত্রের খবর, এত দিন সপ্তাহে দু’টি ট্রেন কলকাতা থেকে যাত্রী নিয়ে ঢাকা যেত। একই ভাবে ও দেশ থেকেও দু’টি ট্রেন কলকাতায় আসত। এ বার থেকে সপ্তাহে তিনটি করে ট্রেন ঢাকা যাবে। একই ভাবে ঢাকা থেকেও ফিরতি পথে তিনটি ট্রেন এ দেশে আসবে।

কলকাতা স্টেশন থেকে পূর্ব সময়সূচি মেনেই মঙ্গল, শনি ও রবিবার ট্রেন ছাড়বে। ঢাকা থেকে ছাড়বে সোম, বুধ ও শুক্রবার। তিনটি ট্রেনেই প্যান্ট্রিকার থাকছে। তবে এখন থেকে ইঞ্জিন বদল করার সময়ও লাগছে না। যে দেশ থেকে মৈত্রী ছাড়বে সেখানকার ইঞ্জিনই সমস্ত পথ পাড়ি দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement