১৩ ডিসেম্বর মেসির সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী ছিল যুবভারতী স্টেডিয়াম। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই কমিটি তার প্রাথমিক রিপোর্টও পেশ করেছে। আর তার পরের দিনই, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই চিঠি প্রকাশ্যে এনেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কী লেখা রয়েছে সেই চিঠিতে?