কমেছে সপা-বিরোধী হাওয়া, কবুল অমিতের

উত্তরপ্রদেশে যাদব বংশের কোন্দল যে অখিলেশ সরকারের বিরুদ্ধে হাওয়াকে থিতিয়ে দিয়েছে, তা কবুল করলেন খোদ প্রধানমন্ত্রীর সেনাপতি অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০৩:৫৬
Share:

উত্তরপ্রদেশে যাদব বংশের কোন্দল যে অখিলেশ সরকারের বিরুদ্ধে হাওয়াকে থিতিয়ে দিয়েছে, তা কবুল করলেন খোদ প্রধানমন্ত্রীর সেনাপতি অমিত শাহ।

Advertisement

আজ এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘‘সমাজবাদী পার্টি ও অখিলেশ যাদব পরিবারের কোন্দলকে সামনে রেখে রাজ্যের দুর্নীতি, ভেঙে পড়া আইন-শৃঙ্খলার মতো বিষয়গুলি কার্পেটের তলায় লুকিয়ে রাখছেন। কিন্তু বিজেপি সেগুলি নিয়ে সরব হবে।’’ শাহের মতে, উত্তরপ্রদেশে সরকারের উপরে নানা কারণে মানুষ রুষ্ট। তবু বিরোধীরা যদি মনে করেন এই নির্বাচন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে গণভোট, তাতেও রাজি বিজেপি। দল দুই-তৃতীয়াংশ আসন নিয়ে জিতবে। বিজেপি সভাপতির দাবি, সংরক্ষণ চালু রাখা নিয়ে বিজেপি ও আরএসএসের মধ্যে কোনও দ্বিমত নেই। রাম মন্দির নিয়েও বিজেপির মত স্পষ্ট। সাংবিধানিক গণ্ডির মধ্যেই রাম মন্দির বিতর্কের সমাধান হবে।

মেরুকরণের রাজনীতি নিয়ে শাহের বক্তব্য, ‘‘আমার দলের কোনও নেতা অন্যদের তোষণ ও জাতপাতের রাজনীতি নিয়ে কথা বললে সেটিকে বিজেপির মেরুকরণের রাজনীতি বলা যায় না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement