Akhil Bharatiya Akhara Parishad

অসাধু বাবাদের তালিকা বানালো সাধুদের পরিষদ

তালিকায় প্রাথমিক ভাবে ১৪ জন ভুয়ো বাবা’র নাম এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এ দিনই বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি।

Advertisement

সংবাদ সংস্থা

এলাহাবাদ শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৭ ২০:০৩
Share:

তালিকায় থাকা চার ভুয়ো বাবা।— ফাইল চিত্র।

আসারাম বাপু, নারায়ণ সাই, রামপাল, গুরমিত রাম রহিম — রোজই লম্বা হচ্ছে তালিকাটা। ফাঁস হচ্ছে একের পর এক স্বঘোষিত বাবা’দের কু-কাজ। তাই অসাধু বাবাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল অখিল ভারতীয় আখড়া পরিষদ। তালিকায় প্রাথমিক ভাবে ১৪ জন ভুয়ো বাবা’র নাম এই তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এ দিনই বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি।

Advertisement

আরও পড়ুন: জাল ‘বাবা’ ঠেকাতে এ বার আই কার্ড !

Advertisement

পরিষদের সভাপতি স্বামী নরেন্দ্র গিরি রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল। যাতে সাধারণ মানুষ ওই সব ভুয়ো বাবাদের ফাঁদে না পড়েন সে জন্যই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় বাপু, গুরমিত, সাই, রামপালের নাম রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পরিষদ।

এর পরই আমজনতার প্রতি আবেদন জানিয়ে গিরি বলেছেন, ‘‘সবাইকে অনুরোধ করব, কোনও সাধুর কাছে যাওয়ার আগে যেন তাঁর সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিয়ে নেন। যদি সংশ্লিষ্ট সাধুর বিরুদ্ধে কোনও অভিযোগ বা তাঁর কাজকর্মের বিষয়ে সন্দেহজনক কিছু দেখেন, তাহলে পরিষদে বিষয়টা যেন জানানো হয়।’’

আরও পড়ুন: রাম রহিমের বিরুদ্ধে সাধ্বীর সেই চিঠি, পড়লে শিউরে উঠবেন

আসারাম, রাম রহিমের মতো স্বঘোষিত বাবাদের যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। কারণ এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত। পরিস্থিতির চাপে এ দিনই সঠিক ‘বাবা’ চেনাতে আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। আর তার পরই ১৪ অসাধু বাবার তালিকা বানানোর কথা জানালো পরিষদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন