National News

বিভাজনে বিপদে দেশ, মত দেশের ক্যাথলিক শীর্ষ সংগঠনের

বিরোধী দলের কোনও রাজনৈতিক নেতা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এই ভাবেই তোপ দাগলেন ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স (সিবিসিআই)-এর সভাপতি কার্ডিনাল বাসেলিওস ক্লিমিস। ভারতের ক্যাথলিক গির্জাগুলির নীতি নির্ধারণ করে এই শীর্ষ সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৭ ১৫:৫৪
Share:

কার্ডিনাল বাসেলিওস ক্লিমিস। ছবি- সংগৃহীত।

ধর্মীয় মেরুকরণই আমাদের দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। যা দেশের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। যাজকদের ওপর একের পর এক হামলার ঘটনার পরেও প্রশাসনের হেলদোল চোখে পড়ছে না। ফলে, সরকারের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ।

Advertisement

বিরোধী দলের কোনও রাজনৈতিক নেতা নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এই ভাবেই তোপ দাগলেন ভারতের ক্যাথলিক বিশপস’ কনফারেন্স (সিবিসিআই)-এর সভাপতি কার্ডিনাল বাসেলিওস ক্লিমিস। ভারতের ক্যাথলিক গির্জাগুলির নীতি নির্ধারণ করে এই শীর্ষ সংগঠন।

সর্বভারতীয় সংবাদপত্র ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে কার্ডিনাল ক্লিমিস বলেছেন, ‘‘সাতনায় (মধ্যপ্রদেশ) যাজকদের ওপর হামলা আর তার জেরে অপরাধীদের খুঁজে বের করার বদলে রাজ্য সরকার যে ভাবে যাজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, গরিব ও নিরীহ মানুষদের গ্রেফতার করেছেন, তাতে আমরা, দেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন সরকারের ওপর আস্থা, ভরসা হারিয়ে ফেলছি।’’

Advertisement

আরও পড়ুন- ডাহা ফেল ইডি-সিবিআই, মুখ পুড়ল মোদী সরকারের​

আরও পড়ুন- লোকসভার আগে ভরসা সেই হিন্দুত্ব​

ভারতের মতো বিশাল একটা দেশে এমন ঘটনা কোথাও কোথাও ঘটতে পারে, তা মেনে নিয়েও কার্ডিনাল ক্লিমিসের বক্তব্য, ওই সব ঘটনার পুনরাবৃত্তি রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা চোখে না পড়লে সরকারের শক্তি, সামর্থ বা অবস্থান সম্পর্কে ধারণাটা জন্মাবে কী ভাবে? কী কী ব্যবস্থা নিচ্ছে সরকার আর এমন ঘটনা রুখতে সরকার আইনি সুরক্ষার কী কী ব্যবস্থা করছে, তা জানতে না পারলে সরকারের ওপর এ দেশের খ্রিস্টানদের আস্থা ফিরবে কী ভাবে?

কার্ডিনাল ক্লিমিসের কথায়, ‘‘আমি চাই, এ দেশের ধর্মনিরপেক্ষ চেহারাটা বজায় থাকুক। দেশের সবক’টি সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকুন। কিন্তু ধর্মীয় মেরুকরণ উত্তরোত্তর বেড়ে চলেছে ভারতে। এর বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত।’’

গত সপ্তাহে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের সাতনার একটি গ্রামে ৩০ জন যাজক ‘ক্রিসমাস ক্যারল’ গাওয়ার সময় তাঁদের ওপর চড়াও হন বজরঙ্গ দলের কর্মী, সমর্থকরা। তাঁদের অভিযোগ, যাজকরা গ্রামবাসীদের ধর্মান্তরিত করছিলেন। তার ভিত্তিতে পুলিশ এক যাজককে গ্রেফতার ও বাকিদের আটক করে।

প্রতিবাদে কার্ডিনাল ক্লিমিসের নেতৃত্বে এ দেশের খ্রিস্টানদের একটি প্রতিনিধিদল বুধবার দেখা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। বেশ কিছু ক্ষণ কথা হয় তাঁদের। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আলফোন্স কান্নানথানাম ও রাজ্যসভার ভাইস চেয়ারম্যান পি জে কুরিয়েন।

সেই বৈঠকে রাজনাথ তাঁদের দ্রুত যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বলে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন কার্ডিনাল ক্লিমিস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement