ছেলেমেয়েকে পড়ায় মন দিতে বলেছিলেন রোশন

পাক বাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে কাল যে চার ভারতীয় সেনার মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন অভিনন্দনের বাবাও। হাবিলদার রোশন লাল।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫৪
Share:

হাবিলদার রোশন লাল।

সামনেই বোর্ডের পরীক্ষা। ছেলেকে তাই পড়ায় মন দিতে বলেছিলেন রোশন লাল। কাল সকালেই ফোনে কথা হয়েছিল ছেলে অভিনন্দনের সঙ্গে।

Advertisement

পাক বাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে কাল যে চার ভারতীয় সেনার মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন অভিনন্দনের বাবাও। হাবিলদার রোশন লাল। বছর বিয়াল্লিশের রোশন লালের বাড়ি জম্মুর সাম্বা জেলার গহবাল তহসিলের নিচলা গ্রামে। সাম্বার সেনা স্কুলে দশম শ্রেণিতে পড়ে অভিনন্দন। বোন আর্তিকা অষ্টম শ্রেণির ছাত্রী। নিচলার বাড়িতে মা আর দাদুর সঙ্গে থাকে অভিনন্দনরা। অভিনন্দনের কথায়, ‘‘বাবা কাল সকালে ফোন করেছিল। ফাইনাল পরীক্ষার জন্য আমরা দু’জন যাতে মন দিয়ে পড়াশোনা করি, সে কথাই বারবার বলল।’’

কালকের হামলার যোগ্য জবাব ভারতীয় সেনা দেবে, তা আজ ফের স্পষ্ট করেছেন সেনার উপপ্রধান শরথ চন্দ। তাঁর বক্তব্য, পাক সেনার মদতেই ও-পার থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও আজ জানিয়েছেন, ভারতীয় সেনা বাহিনীর জওয়ানদের উপর কেন্দ্রের সম্পূর্ণ আস্থা রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন