ULFA-I

মায়ানমারে চার ঘাঁটিতে ড্রোন হামলা ভারতের, শীর্ষনেতাও নিহত! দাবি আলফার, এ রকম তথ্য নেই: প্রতিরক্ষা মন্ত্রক

আলফা (আই) দাবি করেছে, রবিবার সকালে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অন্তত ১০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। তাতে তাদের এক শীর্ষনেতা নিহতও হয়েছেন। জখমও হয়েছেন ১৯ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৭:০৩
Share:

—প্রতীকী চিত্র।

মায়ানমারে আলফার (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) চার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। এমনটাই দাবি করল ওই জঙ্গি সংগঠন। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, তাঁদের কাছে এ রকম কোনও তথ্য নেই।

Advertisement

আলফা (আই) দাবি করেছে, রবিবার সকালে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালায় ভারতীয় সেনা। অন্তত ১০০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল। তাতে তাদের এক শীর্ষনেতা নিহতও হয়েছেন। জখমও হয়েছেন ১৯ জন। অসমর্থিত সূত্রের দাবি, নিহত নেতার নাম লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসম। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি আলফা (আই)।

এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের মতো একই কথা জানিয়েছে ভারতীয় সেনা। পিটিআই-কে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, ‘‘এ রকম কোনও অপারেশনের তথ্য ভারতীয় সেনার কাছে নেই।’’

Advertisement

প্রসঙ্গত, আলফার মূল অংশ শান্তিচুক্তি করলেও পরেশ বরুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী আলফা (আই)-এর বিরুদ্ধে এখনও বিচ্ছিন্ন ভাবে ভারতে নাশকতা চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। চিনের মদতে মায়ানমারের গোপন ডেরা থেকে তারা ভারত বিরোধী কার্যকলাপ চালায় বলে গোয়েন্দা সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement