সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বেশি ভারতীয় বন্দি রয়েছেন। —প্রতীকী চিত্র।
বিশ্বজুড়ে বর্তমানে ১০,৫৭৪ জন ভারতীয় নাগরিক কারাগারে বন্দি রয়েছেন। যার মধ্যে ৪৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। শুক্রবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি উল্লেখ করেছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে সবচেয়ে বেশি ভারতীয় বন্দি রয়েছেন, ২৭৭৩ জন। এর পরেই রয়েছে সৌদি আরব, যেখানে ২৩৭৯ জন বন্দি রয়েছেন। ১৩৫৭ জন বন্দি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। অন্য দিকে, বেশ কয়েকটি দেশে মাত্র এক জন করে ভারতীয় বন্দি রয়েছেন। যার মধ্যে রয়েছে অ্যাঙ্গোলা, বেলজিয়াম, কানাডা, চিলি, মিশর, ইরাক, মরিশাস, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, ইয়েমেন, সুদানের মতো দেশ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে